ইবিটাইমস, ঢাকা: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের চেষ্টা করছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আলোচনা সভায় তিনি বলেন, বিএনপিকে ভাঙার জন্য এ সরকারের ভেতরে ক্ষীণ প্রচেষ্টা কাজ করছে কিনা, তা নিয়ে জনগণের ভেতরে সন্দেহ দেখা দিয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদের একটি সমিতি এই আলোচনা সভার আয়োজন করে।
সরকার গুরুত্বপূর্ণ নথি চাওয়ার পর সচিবালয়ে আগুন নিয়ে প্রশ্ন: সচিবালয়ে আগুনের ঘটনা নিয়ে রুহুল কবির রিজভী বলেন, ‘সরকার গুরুত্বপূর্ণ নথি চাওয়ার পর সচিবালয়ে আগুন, জনগণের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।’
বিএনপির এ নেতা বলেন, ‘শেখ হাসিনার কালাকানুনের বিরুদ্ধে বিএনপিসহ অনেক দলের আত্মত্যাগ অস্বীকার করা যাবে না। কিন্তু আওয়ামী লীগের তৈরি আইনের সঙ্গে সাইবার সুরক্ষা আইনের কোনো পার্থক্য নেই। সাইবার সুরক্ষা অধ্যাদেশের যে রুটটি দেখছি, তাতে ভালো কিছু নেই।’
ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন