ইবিটাইমস ডেস্ক: সেন্টমার্টিন ভ্রমণ শেষে কক্সবাজার ফেরার পথে ৭০ জন পর্যটক নিয়ে এমবি গ্রিনলাইন-১ জাহাজের দুই ইঞ্জিনের একটি বিকল হয়ে পড়ে। জাহাজটির মাস্টার পর্যটকদের জীবন রক্ষার্থে টেকনাফ উপকূলের বাহারছড়া কচ্ছপিয়া এলাকায় সাগর তীরে ভেড়ান। তবে জাহাজে থাকা যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
আটকে পড়ার খবর পেয়ে তাদের উদ্ধারে কোস্টগার্ড, বিজিবি ও ট্যুরিস্ট পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ বাহারছড়া উপকূলে দুর্ঘটনার শিকার হয়েছে শুনে সাগর তীরে যান তারা। পরে দেখেন সেখানে রাতের আঁধারে জাহাজটি পানিতে ভাসছে ও যাত্রীরা কাঁদছেন। এমন দৃশ্য দেখে তারা প্রশাসনকে খবর দিলে তারা এসে তাদের উদ্ধারে কাজ করেন।
চট্টগ্রাম বিআইডব্লিউটিএর উপ পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান জানান, সেন্টমার্টিন থেকে আসার পথে সাগরের ঢেউয়ে পড়ে গ্রিনলাইন জাহাজটির একটি ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে যাত্রীদের জীবন রক্ষায় জাহাজের মাস্টার সমুদ্র তীরে ভেড়ান। তাদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন