নির্বাচন নিয়ে খুব স্পষ্ট রোডম্যাপ দেয়া হয়েছে: শফিকুল আলম

ইবিটাইমস, ঢাকা: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, প্রধান উপদেষ্টা ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আগামী সাধারণ নির্বাচন ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত প্রেস ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, ‘প্রধান উপদেষ্টা নির্বাচনের একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করেছেন। যা থেকে এটি স্পষ্ট যে, ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন নির্বাচনের নির্দিষ্ট সময় ও তারিখ নির্ধারণ করার দায়িত্ব নির্বাচন কমিশনের।’

১৬ ডিসেম্বর (শনিবার) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, আগামী জাতীয় নির্বাচন ২০২৫ সালের শেষ থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যবর্তী সময়ে আয়োজন করা যেতে পারে।

তিনি একটি টেলিভিশন ভাষণে বলেছিলেন, ‘বিস্তৃতভাবে বলতে গেলে, ২০২৫ সালের শেষ থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের তারিখ নির্ধারিত হতে পারে।’

ব্রিফিংয়ে প্রেস সচিব পুনর্ব্যক্ত করেন যে, জুলাই-আগস্ট আন্দোলনে যাদের হাত রক্তে রঞ্জিত হয়েছে, তাদের বিচারের মুখোমুখি করা হবে।

তিনি বলেন, ‘যাদের হাত রক্তে রঞ্জিত, তারা বিচারের মুখোমুখি হবে। তাদের ক্ষমা করা হবে না। রাজনৈতিক পরিচয় নির্বিশেষে জুলাই-আগস্টের গণহত্যার সাথে জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করা হবে।

আলম আরও বলেন, হত্যাকাণ্ড ও গুমের সঙ্গে জড়িতদের পরিচয়-নির্বিশেষে বিচার করা হবে।

শফিকুল আলম বলেন, ‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন নাম থেকে ‘মঞ্জুরি’ শব্দটি বাদ দিয়ে এটিকে বিশ্ববিদ্যালয় কমিশনে পরিণত করা হবে। এটি নিয়ে একটি বড় কাজ করা হবে।’

দেশে সরকারি-বেসরকারি অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে উল্লেখ করে আলম বলেন, উচ্চশিক্ষার মান নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করা হবে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় কমিশন তৃতীয় পর্যায়ের শিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে এবং গবেষণা কাজ সম্প্রসারণে কাজ করবে। স্কুল পাঠ্যক্রমকে যুগোপযোগী করার বিষয়ে প্রেস সচিব বলেন, নবম-দশম শ্রেণির পাঠ্যপুস্তক যৌক্তিক করা হবে।

তিনি বলেন, সরকারি স্কুলের শিক্ষকদের মতো পর্যাপ্ত প্রশিক্ষণের সুযোগ না পাওয়া বেসরকারি স্কুলের শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।শিক্ষক-কর্মচারীদের পদোন্নতি ও বদলি নিয়ে শিক্ষা খাতে ‘বাণিজ্য’ চিহ্নিত করা হয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষা খাতকে যাতে দুর্নীতিমুক্ত করা যায় সেজন্য আমরা এ বিষয়ে কাজ করব।

ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »