ভিয়েনা ০৩:২১ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বিমানবন্দর সড়কে শিক্ষার্থীদের ওপর উঠে গেল প্রাইভেটকার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
  • ৭ সময় দেখুন

ইবিটাইমস, ঢাকা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনের রাস্তায় শিক্ষার্থীদের চাপা দিয়েছে একটি প্রাইভেটকার। এতে তিন শিক্ষার্থী আহত হয়েছেন। রোববার (২৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বর্ননা অনুযায়ী, রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন সাত তরুণ। তাদের কয়েকজনের কাঁধে ব্যাগ। তরুণদের ডানপাশ দিয়ে উত্তরার দিকে যাচ্ছে একের পর এক গাড়ি। এ সময় পেছন থেকে হঠাৎ একটি সাদা প্রাইভেটকার দ্রুতগতিতে এসে তাদের চাপা দেয়। সঙ্গে সঙ্গে এগিয়ে আসেন আশপাশের লোকজন। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে।

আহতরা হলেন– ফজলে রাব্বী, মামুনুর রশিদ, নূর আলম, সামিউল ইসলাম, মো. রাকিব ও আতিক মাহমুদ নূর। বাকি একজনের নাম-পরিচয় পাওয়া যায়নি। পথচারীরা আহত অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করেন। তাদের মধ্যে রশিদ, নূর আলম ও সামিউলের পা ভেঙে গেছে। তারা বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদের প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, চাপা দেওয়া গাড়ির নম্বর ঢাকা মেট্রো গ-১৩-৬৯২৭। এ ঘটনায় গাড়িরচালক ব্যবসায়ী মোস্তাফিজুর রহমানকে আটক করা হয়েছে। পাশাপাশি গাড়িটি জব্দ করা হয়েছে। প্রাইভেটকারটির চাকা ফেটে যাওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশের কাছে দাবি করেছেন চালক। পুলিশ ঘটনা তদন্ত করছে।

বিমানবন্দর থানার এসআই আবুল কালাম বলেন, একটি বাহিনীতে চাকরিপ্রত্যাশী ওই সাত তরুণ   দেশের বিভিন্ন স্থান থেকে এসে রাজধানীর ৩০০ ফিটে গিয়েছিলেন। চাকরিপ্রার্থী হিসেবে বাছাই প্রক্রিয়ায় অংশ নিতে তারা মাঠে দাঁড়ান। ৩০০ ফিট থেকে ফিরে উত্তরার দিকে হেঁটে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। তারা সবাই একে অপরের পরিচিত।

বিমানবন্দর থানার ওসি এরশাদ আহমেদ বলেন, ‘দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের পা ভেঙে গেছে। ঘটনার পর প্রাইভেটকার জব্দ ও গাড়ির মালিককে আটক করেছি। আটক ব্যক্তি একজন ব্যবসায়ী। তিনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন। তাঁর সঙ্গে আর কেউ ছিল না। তাঁর ড্রাইভিং লাইসেন্স আছে।’

ওসি বলেন, আটক ব্যক্তি জানিয়েছেন, তাঁর গাড়ির চাকা ফেটে যাওয়ায় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে দুর্ঘটনা ঘটে। বিষয়টি আমরা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হতে পারব। এ ছাড়া এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে।

ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিমানবন্দর সড়কে শিক্ষার্থীদের ওপর উঠে গেল প্রাইভেটকার

আপডেটের সময় ০৬:৩৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪

ইবিটাইমস, ঢাকা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনের রাস্তায় শিক্ষার্থীদের চাপা দিয়েছে একটি প্রাইভেটকার। এতে তিন শিক্ষার্থী আহত হয়েছেন। রোববার (২৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বর্ননা অনুযায়ী, রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন সাত তরুণ। তাদের কয়েকজনের কাঁধে ব্যাগ। তরুণদের ডানপাশ দিয়ে উত্তরার দিকে যাচ্ছে একের পর এক গাড়ি। এ সময় পেছন থেকে হঠাৎ একটি সাদা প্রাইভেটকার দ্রুতগতিতে এসে তাদের চাপা দেয়। সঙ্গে সঙ্গে এগিয়ে আসেন আশপাশের লোকজন। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে।

আহতরা হলেন– ফজলে রাব্বী, মামুনুর রশিদ, নূর আলম, সামিউল ইসলাম, মো. রাকিব ও আতিক মাহমুদ নূর। বাকি একজনের নাম-পরিচয় পাওয়া যায়নি। পথচারীরা আহত অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করেন। তাদের মধ্যে রশিদ, নূর আলম ও সামিউলের পা ভেঙে গেছে। তারা বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদের প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, চাপা দেওয়া গাড়ির নম্বর ঢাকা মেট্রো গ-১৩-৬৯২৭। এ ঘটনায় গাড়িরচালক ব্যবসায়ী মোস্তাফিজুর রহমানকে আটক করা হয়েছে। পাশাপাশি গাড়িটি জব্দ করা হয়েছে। প্রাইভেটকারটির চাকা ফেটে যাওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশের কাছে দাবি করেছেন চালক। পুলিশ ঘটনা তদন্ত করছে।

বিমানবন্দর থানার এসআই আবুল কালাম বলেন, একটি বাহিনীতে চাকরিপ্রত্যাশী ওই সাত তরুণ   দেশের বিভিন্ন স্থান থেকে এসে রাজধানীর ৩০০ ফিটে গিয়েছিলেন। চাকরিপ্রার্থী হিসেবে বাছাই প্রক্রিয়ায় অংশ নিতে তারা মাঠে দাঁড়ান। ৩০০ ফিট থেকে ফিরে উত্তরার দিকে হেঁটে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। তারা সবাই একে অপরের পরিচিত।

বিমানবন্দর থানার ওসি এরশাদ আহমেদ বলেন, ‘দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের পা ভেঙে গেছে। ঘটনার পর প্রাইভেটকার জব্দ ও গাড়ির মালিককে আটক করেছি। আটক ব্যক্তি একজন ব্যবসায়ী। তিনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন। তাঁর সঙ্গে আর কেউ ছিল না। তাঁর ড্রাইভিং লাইসেন্স আছে।’

ওসি বলেন, আটক ব্যক্তি জানিয়েছেন, তাঁর গাড়ির চাকা ফেটে যাওয়ায় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে দুর্ঘটনা ঘটে। বিষয়টি আমরা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হতে পারব। এ ছাড়া এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে।

ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন