ভিয়েনা ০৭:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি ক্ষমতায় আসলে সমস্যা কোথায়, প্রশ্ন গয়েশ্বরের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:১৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
  • ৩৭ সময় দেখুন

ইবিটাইমস, ঢাকা: সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে ‘শহীদ নাসিরউদ্দিন আহাম্মেদ পিন্টু ফাউন্ডেশন’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘জনগণ আপনাদের সঙ্গে আছে। জনগণ তো আপনাদের সহযোগিতা করছে। কিন্তু জনগণের ন্যায্য পাওনা তাদের ভোটাধিকার কবে দেবেন, এটা বলতে আপনাদের দ্বিধা কেন? কী কারণে, আপনারা কি এটা নিয়ে বিব্রত?’

তিনি বলেন, ‘জানা-অজানা হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে শুধু একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় বসানো হয়েছে, অন্যকিছুর জন্য বসানো হয়নি। নির্বাচনটা সঠিকভাবে হওয়ার দিকে নজর দিন। সে নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় আসে, তাহলে আপনাদের সমস্যা কোথায়? অন্য কেউ ক্ষমতায় এলেও সমস্যা কোথায়? আপনাদের ঘাড়ে চেপে বসে আছে শেখ হাসিনার পরিত্যক্ত আমলা, প্রেতাত্মারা। তারা দেশ চালাচ্ছে, আর আপনারা সংস্কারের গল্প শুনিয়ে শুনিয়ে মানুষের দৃষ্টিকে অন্যদিকে নিয়ে যাচ্ছেন।’

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে গয়েশ্বর আরও বলেন, ‘কী নির্বাচনী সংস্কার করবেন? কাকে নিয়ে সংস্কার করবেন? কুসংস্কারে আচ্ছন্ন যেসব লোক রয়েছে, তাদের নিয়ে আপনি সংস্কার করবেন? আর সে সংস্কার করতে হলে আপনাকে রাজনীতিবিদদের পরামর্শ নিতে হবে।’

বিএনপির নেতা নাসিরউদ্দিন আহাম্মেদ পিন্টুকে কারাগারে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবি করে গয়েশ্বর বলেন, ‘জাতির জন্য নাসিরউদ্দিন আহাম্মেদ পিন্টু জীবন দিয়েছেন। তিনি অনেক সাহসী ছিলেন। পরিকল্পিতভাবে পিন্টুকে হত্যা করা হয়েছে। গণতন্ত্র, ন্যায়বিচার প্রতিষ্ঠা করার জন্য পিন্টু জীবন দিয়েছেন। পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড হলো একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের মূল হচ্ছে শেখ হাসিনা। আমরা পিন্টুর হত্যার বিচার চাই। সরকার এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার করবেন বলে আশা করি।’

নাসিরউদ্দিন আহাম্মেদ পিন্টুর স্ত্রী নাসিমা আক্তার কল্পনার সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিএনপি ক্ষমতায় আসলে সমস্যা কোথায়, প্রশ্ন গয়েশ্বরের

আপডেটের সময় ০৮:১৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪

ইবিটাইমস, ঢাকা: সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে ‘শহীদ নাসিরউদ্দিন আহাম্মেদ পিন্টু ফাউন্ডেশন’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘জনগণ আপনাদের সঙ্গে আছে। জনগণ তো আপনাদের সহযোগিতা করছে। কিন্তু জনগণের ন্যায্য পাওনা তাদের ভোটাধিকার কবে দেবেন, এটা বলতে আপনাদের দ্বিধা কেন? কী কারণে, আপনারা কি এটা নিয়ে বিব্রত?’

তিনি বলেন, ‘জানা-অজানা হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে শুধু একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় বসানো হয়েছে, অন্যকিছুর জন্য বসানো হয়নি। নির্বাচনটা সঠিকভাবে হওয়ার দিকে নজর দিন। সে নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় আসে, তাহলে আপনাদের সমস্যা কোথায়? অন্য কেউ ক্ষমতায় এলেও সমস্যা কোথায়? আপনাদের ঘাড়ে চেপে বসে আছে শেখ হাসিনার পরিত্যক্ত আমলা, প্রেতাত্মারা। তারা দেশ চালাচ্ছে, আর আপনারা সংস্কারের গল্প শুনিয়ে শুনিয়ে মানুষের দৃষ্টিকে অন্যদিকে নিয়ে যাচ্ছেন।’

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে গয়েশ্বর আরও বলেন, ‘কী নির্বাচনী সংস্কার করবেন? কাকে নিয়ে সংস্কার করবেন? কুসংস্কারে আচ্ছন্ন যেসব লোক রয়েছে, তাদের নিয়ে আপনি সংস্কার করবেন? আর সে সংস্কার করতে হলে আপনাকে রাজনীতিবিদদের পরামর্শ নিতে হবে।’

বিএনপির নেতা নাসিরউদ্দিন আহাম্মেদ পিন্টুকে কারাগারে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবি করে গয়েশ্বর বলেন, ‘জাতির জন্য নাসিরউদ্দিন আহাম্মেদ পিন্টু জীবন দিয়েছেন। তিনি অনেক সাহসী ছিলেন। পরিকল্পিতভাবে পিন্টুকে হত্যা করা হয়েছে। গণতন্ত্র, ন্যায়বিচার প্রতিষ্ঠা করার জন্য পিন্টু জীবন দিয়েছেন। পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড হলো একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের মূল হচ্ছে শেখ হাসিনা। আমরা পিন্টুর হত্যার বিচার চাই। সরকার এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার করবেন বলে আশা করি।’

নাসিরউদ্দিন আহাম্মেদ পিন্টুর স্ত্রী নাসিমা আক্তার কল্পনার সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন