ভিয়েনা ০৬:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কোটা সংস্কার আন্দোলনে নিহত ছয়, বিজিবি মোতায়েন, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:১১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
  • ৭৫ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: চলমান কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষ হয়েছে। এতে আজ মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যা পর্যন্ত ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকায় দুজন, চট্টগ্রামে তিনজন ও রংপুরে একজন। আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, বগুড়া, রংপুর ও রাজশাহীতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

এমন অবস্থায় শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আগামীকাল বুধবার (১৭ জুলাই) থেকে অনির্দিষ্টকালের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।

অপরদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার (১৬ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এছাড়া রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এবং আগামীকাল বুধবার বেলা ১২টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে।

আগামী বৃহস্পতিবার (১৮ জুলাই) সব বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করেছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

রাজধানীতে মঙ্গলবার রাতে তোপখানা সড়কে জাতীয় প্রেসক্লাবের সামনে দুটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। তবে, প্রাথমিকভাবে আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের সামনে এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন আন্দোলনকারীদের উদ্দেশ্য করে বলেন, ‘সীমা লঙ্ঘন করছেন। দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে ন্যূনতম বক্তৃতা বিবৃতি, কোনো বিভ্রান্তিমূলক প্রচারণা হলে ছাত্রলীগ শেষ দেখে ছাড়বে। তিনি আরও বলেন, ছাত্রলীগের ওপর হামলাকারী ও নৈরাজ্য সৃষ্টিকারদের রুখে দিতে ছাত্রলীগ বদ্ধ পরিকর।’

এদিকে, পবিত্র আশুরার কারণে আগামীকাল বুধবার কোটা সংস্কার আন্দোলনের কোনো কর্মসূচি থাকছে না। আজ মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি চত্বরে এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

ডেস্ক/ইবিটাইমস/ এনএল/আরএন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কোটা সংস্কার আন্দোলনে নিহত ছয়, বিজিবি মোতায়েন, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

আপডেটের সময় ০৮:১১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪

ইবিটাইমস ডেস্ক: চলমান কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষ হয়েছে। এতে আজ মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যা পর্যন্ত ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকায় দুজন, চট্টগ্রামে তিনজন ও রংপুরে একজন। আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, বগুড়া, রংপুর ও রাজশাহীতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

এমন অবস্থায় শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আগামীকাল বুধবার (১৭ জুলাই) থেকে অনির্দিষ্টকালের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।

অপরদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার (১৬ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এছাড়া রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এবং আগামীকাল বুধবার বেলা ১২টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে।

আগামী বৃহস্পতিবার (১৮ জুলাই) সব বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করেছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

রাজধানীতে মঙ্গলবার রাতে তোপখানা সড়কে জাতীয় প্রেসক্লাবের সামনে দুটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। তবে, প্রাথমিকভাবে আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের সামনে এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন আন্দোলনকারীদের উদ্দেশ্য করে বলেন, ‘সীমা লঙ্ঘন করছেন। দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে ন্যূনতম বক্তৃতা বিবৃতি, কোনো বিভ্রান্তিমূলক প্রচারণা হলে ছাত্রলীগ শেষ দেখে ছাড়বে। তিনি আরও বলেন, ছাত্রলীগের ওপর হামলাকারী ও নৈরাজ্য সৃষ্টিকারদের রুখে দিতে ছাত্রলীগ বদ্ধ পরিকর।’

এদিকে, পবিত্র আশুরার কারণে আগামীকাল বুধবার কোটা সংস্কার আন্দোলনের কোনো কর্মসূচি থাকছে না। আজ মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি চত্বরে এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

ডেস্ক/ইবিটাইমস/ এনএল/আরএন