ইবিটাইমস, ঢাকা: ক্ষমতাসীন আওয়ামী লীগ দুই নৌকায় পা দিয়েছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। শনিবার (১৩ জুলাই) রাজধানীর মগবাজারে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ড. কর্নেল (অব.) অলি আহমদ বলেন, বর্তমানে অর্থনৈতিক অবস্থা চরম আকার ধারণ করেছে। এই অবস্থা থেকে বের হওয়ার জন্য চীন ও ভারতে সরকার ভিক্ষা করতে গিয়েছিল। তাদেরকে খালি হাতে ফিরিয়ে দেয়া হয়েছে। কারণ আওয়ামী লীগ এখন দুই নৌকাতে পা দিয়েছে। তাদের পক্ষে এই অবস্থা থেকে বের হওয়া সম্ভব না।
এলডিপি প্রেসিডেন্ট বলেন, দেশে চরম অবস্থা বিরাজ করছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির কারণে জনগণের জীবনে দুর্বিষহ নেমে এসেছে। আয়ের সঙ্গে ব্যয়ের কোনো মিল নেই। যার কারণে মানুষ অতি কষ্টে জীবনযাপন করছে। এর মধ্যে সরকারের বড় বড় কর্মকর্তাদের দুর্নীতি বের হচ্ছে। যাদের নাম বের হয়েছে বা আগামীতে বের হওয়ার সম্ভাবনা রয়েছে এরা সবাই সরকারের মদদপুষ্ট। সরকারের অপকর্মের সঙ্গে তারা জড়িত। নিশিরাতের নির্বাচন ও গোপন কক্ষের নির্বাচনে সঙ্গে তারা জড়িত। এই অবৈধ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে তারা ভাগিদার।
মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে এলডিপি প্রেসিডেন্ট বলেন, তাদের বিরুদ্ধে কোনো ব্যাবস্থা নেওয়া হয়নি। বিভিন্ন ব্যাংক থেকে টাকা লুণ্ঠন করেছে, লাখ লাখ হাজার কোটি টাকা লুট করেছে। বর্তমানে বাংলাদেশের ঋণ হচ্ছে ১০০ বিলিয়ন ডলারের ওপরে। এই ঋণ পরিশোধ করা সরকারের পক্ষে সম্ভব না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চীন খালি হাতে ফিরিয়ে দিয়েছে দাবি করে অলি আহমদ বলেন, যার জন্য সময়ের আগেই প্রধানমন্ত্রী ফিরে আসতে বাধ্য হয়েছেন। বাংলাদেশের অবৈধ সরকারকে কোনো সম্মান দেয়া হয়নি। এটা ওনার অপমান না, বাংলাদেশের ওপর একটা আঘাত। এই সরকারের ক্ষমতায় থাকার আর কোনো যুক্তি নাই। কারণ তারা ১৫ বছর অন্যায়ভাবে ক্ষমতা ধরে রেখেছে। টাকা লুটপাট করছে।
এ সময় আরও ছিলেন যুগপৎ আন্দোলনের নেতৃত্ব দেয়া বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান।
ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন