ভিয়েনা ০৭:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের কল্যাণে সরকার সবকিছু করতে প্রস্তুত: জনপ্রশাসনমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:১৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
  • ২৪ সময় দেখুন

ইবিটাইমস, ঢাকা: সরকারি চাকরিতে কোটার বিষয়টি আদালতে নিষ্পত্তি হওয়ার পর সরকার শিক্ষার্থীদের কল্যাণে সবকিছু করতে প্রস্তুত বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন।

বৃহস্পতিবার (১১ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘দেশের কল্যাণে আমাদের শিক্ষার্থীদের কল্যাণে আমাদের সন্তানদের কল্যাণ যা করা লাগে আমরা সবকিছু করতে প্রস্তুত আছি।’

কমিশন গঠন করা হবে কি না- এমন প্রশ্নের জবাবে জনপ্রশাসনমন্ত্রী বলেন, ‘সবকিছুই সম্ভব যদি এখানে আদালতের বিষয় না থাকতো। আদালতের বিষয় আদালতে সমাধান হোক। এই সমাধানের পর যদি আরও কিছু আলোচনা করতে হয় সেটি আলোচনা করার জন্য সরকার সবসময় প্রস্তুত।’

ফরহাদ হোসেন বলেন, ‘আমরাও চাই কোটার বিষয়টি সুন্দরভাবে নিষ্পত্তি হয়ে যাক।’

মন্ত্রী বলেন, আলোচনার ভিত্তিতে যৌক্তিকভাবে কোটা পদ্ধতির সংস্কার হওয়া উচিৎ। একদল মানুষ আছে যারা দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। তাদের প্ররোচনায় পড়ে আন্দোলনে যাবেন না।

তিনি আরও বলেন, কোটার বিষয়টির সহজ সমাধান আদালতেই হবে। পানির মত সহজ বিষয়টি কে কঠিন করছে? যারা দেশের উন্নয়ন সহ্য করতে পারে না তাদের ষড়যন্ত্রে পা না দিয়ে আন্দোলনকারীরা আদালতে যাক। আদালত সবার কথা শুনে সুন্দর সমাধান দেবে। আদালতে না গিয়ে সড়ক অবরোধ করে আন্দোলন অযৌক্তিক।

মন্ত্রী বলেন, এখনও যারা কোটা আন্দোলন করছেন তাদের বলি- আমি একজন শিক্ষক। আদালতের বিষটি আদালতেই নিষ্পত্তি করতে হবে।

উল্লেখ্য, প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর বুধবার চার সপ্তাহের জন্য স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ।

একইসঙ্গে এই সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষ ও শিক্ষার্থীদের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করতে বলেছেন আদালত। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য ৭ আগস্ট দিন ধার্য করা হয়েছে।

এ আদেশের ফলে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র বহাল থাকছে বলে জানিয়েছেন আইনজীবীরা।

ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শিক্ষার্থীদের কল্যাণে সরকার সবকিছু করতে প্রস্তুত: জনপ্রশাসনমন্ত্রী

আপডেটের সময় ১২:১৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪

ইবিটাইমস, ঢাকা: সরকারি চাকরিতে কোটার বিষয়টি আদালতে নিষ্পত্তি হওয়ার পর সরকার শিক্ষার্থীদের কল্যাণে সবকিছু করতে প্রস্তুত বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন।

বৃহস্পতিবার (১১ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘দেশের কল্যাণে আমাদের শিক্ষার্থীদের কল্যাণে আমাদের সন্তানদের কল্যাণ যা করা লাগে আমরা সবকিছু করতে প্রস্তুত আছি।’

কমিশন গঠন করা হবে কি না- এমন প্রশ্নের জবাবে জনপ্রশাসনমন্ত্রী বলেন, ‘সবকিছুই সম্ভব যদি এখানে আদালতের বিষয় না থাকতো। আদালতের বিষয় আদালতে সমাধান হোক। এই সমাধানের পর যদি আরও কিছু আলোচনা করতে হয় সেটি আলোচনা করার জন্য সরকার সবসময় প্রস্তুত।’

ফরহাদ হোসেন বলেন, ‘আমরাও চাই কোটার বিষয়টি সুন্দরভাবে নিষ্পত্তি হয়ে যাক।’

মন্ত্রী বলেন, আলোচনার ভিত্তিতে যৌক্তিকভাবে কোটা পদ্ধতির সংস্কার হওয়া উচিৎ। একদল মানুষ আছে যারা দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। তাদের প্ররোচনায় পড়ে আন্দোলনে যাবেন না।

তিনি আরও বলেন, কোটার বিষয়টির সহজ সমাধান আদালতেই হবে। পানির মত সহজ বিষয়টি কে কঠিন করছে? যারা দেশের উন্নয়ন সহ্য করতে পারে না তাদের ষড়যন্ত্রে পা না দিয়ে আন্দোলনকারীরা আদালতে যাক। আদালত সবার কথা শুনে সুন্দর সমাধান দেবে। আদালতে না গিয়ে সড়ক অবরোধ করে আন্দোলন অযৌক্তিক।

মন্ত্রী বলেন, এখনও যারা কোটা আন্দোলন করছেন তাদের বলি- আমি একজন শিক্ষক। আদালতের বিষটি আদালতেই নিষ্পত্তি করতে হবে।

উল্লেখ্য, প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর বুধবার চার সপ্তাহের জন্য স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ।

একইসঙ্গে এই সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষ ও শিক্ষার্থীদের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করতে বলেছেন আদালত। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য ৭ আগস্ট দিন ধার্য করা হয়েছে।

এ আদেশের ফলে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র বহাল থাকছে বলে জানিয়েছেন আইনজীবীরা।

ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন