পিরোজপুর জেলা প্রতিনিধি: পিরোজপুর পৌর মেয়র হাবিবুর রহমান মালেকের অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করছেন দুর্নীতি দমন কমিশন
(দুদক)।বুধবার (১০ মার্চ)বিকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক আলী আকবর ইউরো বাংলা টাইমস কে এমন তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কমিশন তাকে এ বিষয়ে অনুসন্ধানের জন্য দায়িত্ব দিয়েছেন। দায়িত্ব পাওয়ার পর সম্প্রতি পৌর মেয়র হাবিবুর রহমান মালেকের বিষয়ে প্রথমিক অনুসন্ধান করে সম্পদ বিবরণী জারির নোটিশ দেন। নোটিশে হাবিবুর রহমান মালেক ছাড়াও তার স্ত্রী নীলা রহমান ও সন্তানদের নামে দেশে-বিদেশে স্থাবর-অস্থাবর সব সম্পদের তথ্য দিতে বলা হয়।
দুদুক সূত্রে জানা গেছে, গত সপ্তাহে দুর্নীতি দমন কমিশন (দুদক) পিরোজপুর জেলা রেজিস্ট্রারকে চিঠি দিয়ে মেয়র মালেক, তার স্ত্রী, এক ছেলে ও এক
মেয়ের নামে কেনা ও রেজিস্ট্রি হওয়া জমির বিষয়ে তথ্য চেয়েছেন।
এ ছাড়া মেয়র মালেকের কাছে পিরোজপুর পৌরসভার কর্মচারী নিয়োগ, বলেশ্বর নদীর ব্রীজ ঘাট ও ফেরিঘাট, লিজ দেওয়া সংক্রান্ত তথ্য চেয়েছেন দুদক। একই সাথে তার নিজ নামে ও বেনামে সব ধরনের ঠিকাদারি কাজের লাইসেন্সের কপি দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, পিরোজপুর সদর পৌর সভার পৌর মেয়র হাবিবুর রহমান মালেক পিরোজুপর জেলা আ’লীগের সহ-সভাপতি। তিনি গত পৌর নির্বাচনে আ’লীগ মনোনীত প্রার্থী হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বীতায় পৌর মেয়র নির্বাচিত হয়েছেন।
তিনি পিরোজপুর জেলা আ’লীগের সভাপতি ও সাবেক এমপি একেএমএ আউয়ালের মেঝো ভাই।সাবেক এমপি আউয়াল ও তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ ও সরকারী জমি দখলের অভিযোগে ইতিমধ্যে পৃথক ৪টি মামলা দায়ের করেছেন দুদক।
এইচ এম লাহেল মাহমুদ /ইবি টাইমস