স্পোর্টস ডেস্ক: দাবার গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে শুক্রবার (৫ জুলাই) বিকেলে মৃত্যু হয় তার। মৃত্যুকালে জিয়ার বয়স হয়েছিল ৫০ বছর।
জাতীয় দাবা প্রতিযোগিতার ১২তম রাউন্ডের ম্যাচে শুক্রবার অংশ নিয়েছিলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। বাংলাদেশ দাবা ফেডারেশনে অনুষ্ঠিত টুর্নামেন্টে এনামুল হোসেন রাজিবের বিপক্ষে খেলা চলাকালীন অসুস্থ হয়ে পড়েন জিয়া। হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। পরে দ্রুত রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন