ইবিটাইমস, ঢাকা: পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় দফায় তলব করলেও দুর্নীতি দমন কমিশন (দুদক) হাজির হননি তিনি। তবে তিনি একটি লিখিত বক্তব্য পাঠিয়েছেন। এ বক্তব্য আমলে নেওয়া হবে কি না, তা অনুসন্ধানকারী কর্মকর্তারা সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে দুদক।
রবিবার (২৩ জুন) রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান দুদক সচিব খোরশেদা ইয়াসমীন।
দুদক সচিব বলেন, অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে বেনজীর আহমেদের বক্তব্য প্রদানের জন্য রবিবার দিন নির্ধারণ ছিল। কিন্তু তিনি যথাসময়ে উপস্থিত হবেন কি না, সে বিষয়ে কমিশনকে কিছু জানাননি বা অবগত করাননি। রবিবার অফিস সময়ের মধ্যে কমিশনে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান না করলে অনুসন্ধান টিম আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।
তিনি আরও বলেন, আগামীকাল সোমবার তার স্ত্রী ও কন্যাদের উপস্থিত হওয়ার জন্য অনুসন্ধানকারী টিম নোটিশ প্রদান করেছে। নির্ধারিত সময়ের মধ্যে তারাও উপস্থিত না হলে তাদের বিষয়ে অনুসন্ধান টিম আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।
দুদক সচিব বলেন, গত ২১ জুন কমিশনে একটি চিঠি পাঠান বেনজীর আহমেদ। ওই চিঠিতে স্ত্রী ও দুই মেয়েসহ নিজের নামে থাকা সম্পদ সম্পর্কে অবস্থান বর্ণনা করেন। ওই চিঠিতে তিনি ও তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের সময় চাওয়া হয়নি।
ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন