এই সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সমালোচনার জবাব দিয়েছে চীন
ইউরোপ ডেস্কঃ শনিবার (৮ জুন) ভয়েস অফ আমেরিকা তাদের এক প্রতিবেদনে জানায়,ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি গত ২ জুন শাংগ্রি-লা সংলাপে শীর্ষ সম্মেলনে অংশ নেয়া থেকে দেশগুলোকে বাধা দেয়ার জন্য চীনের বিরুদ্ধে “প্রাণপণ চেষ্টা” করার অভিযোগ করে।
তবে বেইজিং জেলেন্সকির আনীত অভিযোগ অস্বীকার করে বলে, বেইজিং “শান্তির জন্য আলোচনার প্রচারে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ” এবং তারা আশা করে যে, শীর্ষ সম্মেলনটি “ব্লকের মধ্যে সংঘাত তৈরিতে ব্যবহৃত হবে না।”
চীন ইউক্রেনের এই অভিযোগ অস্বীকার করেছে যে আগামী সপ্তাহান্তে সুইজারল্যান্ডে শান্তি সম্মেলনে অংশ না নিতে অন্যান্য দেশগুলোকে চাপ দিচ্ছে এবং ইউক্রেন যুদ্ধের জন্য চীন নিজস্ব শান্তি পরিকল্পনা পেশ করছে।
জেলেন্সকি ২ জুন শাংগ্রি-লা সংলাপে শীর্ষ সম্মেলনে অংশ নেয়া থেকে দেশগুলোকে বাধা দেয়ার জন্য চীনের বিরুদ্ধে “প্রাণপণ চেষ্টা” করার অভিযোগ করার পর বেইজিং সোমবার সেটি অস্বীকার করে বলে, বেইজিং “শান্তির জন্য আলোচনার প্রচারে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ” এবং তারা আশা করে যে, শীর্ষ সম্মেলনটি “ব্লকের মধ্যে সংঘাত তৈরিতে ব্যবহৃত হবে না।”
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং সোমবার সাংবাদিকদের বলেন, “এতে যোগ না দেয়ার অর্থ শান্তিকে সমর্থন না করা নয়।” জেলেন্সকির সমালোচনা প্রতিহত করার পাশাপাশি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মঙ্গলবার একটি চীনা শান্তি পরিকল্পনাও পেশ করেন।
কবির আহমেদ/ইবিটাইমস