লালমোহনে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খেল ৪৫ হাজার ২৪৯ শিশু

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে।

শনিবার সকাল ৮টায় লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৈয়বুর রহমান। এরপর থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার ২৪৫টি কেন্দ্রে একযোগে চলে এ ক্যাম্পেইন।

অনুষ্ঠিত ক্যাম্পেইনে লালমোহন উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ৫ হাজার ৩৬৩জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩৯ হাজার ৮৮৬জন শিশুসহ সর্বমোট ৪৫ হাজার ২৪৯জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। এরমধ্যে ৭৯জন প্রতিবন্ধী শিশু রয়েছে।

ক্যাম্পেইনের উদ্বোধনকালে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপার ভাইজার দিপালী রাণী দে, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. শফিকুল ইসলাম, হেল্থ ইন্সপেক্টর (ইনচার্জ) মো. সামিউল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »