পিরোজপুর প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, দেশের সেবায় যুবলীগকে এগিয়ে আসতে হবে। যুব সমাজকে দেশের মানুষের কল্যানে নিয়োজিত হতে হবে। তবেই যুব সমাজ হবে দেশের জন্য আর্শিবাদ। প্রতিটি দেশের সকল শ্রেণির মানুষ যুবকদের কাছ থেকে অনেক সেবা আশা করেন। আর এ জন্য সমাজকে নীতি-নৈতিকতার শিক্ষায় আদর্শ যুব সমাজ গড়ে তুলতে হবে। আর যুব সমাজ এ নৈতিকতার শিক্ষা পাবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের মাধ্যমে। আমাদের যুবলীগের প্রতিটি কর্মীকে সেই নৈতিকতার শিক্ষায় শিক্ষিত হয়ে অন্যকে শিক্ষা দিতে হবে। বাংলাদেশ আওয়ামী যুবলীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া শেখ ফজলুল হক মনির প্রতিষ্ঠা এ সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে আমরা গর্বিত।
শনিবার (১৮ মে) দুপুরে জেলা যুবলীগের সম্মেলন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্যকালে তিনি এ কথা বলেন।
জেলা সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা যুবলীগের সভাপতি মো. আক্তারুজ্জামান ফুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে অতিথি ছিলেন, পিরোজপুর-১ (সদর, নাজিরপুর, ইন্দুরকানী) আসনের এমপি ও সাবেক মন্ত্রী এ্যাড. শ.ম রেজাউল করিম, পিরোজপুর-২ ( ভান্ডারিয়া, কাউখালী, নেছারাবাদ) আসনের এমপি মো. মহিউদ্দিন মহারাজ, পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান সালমা রহমান, জেলা আওয়ামীলীগ সভাপতি একেএমএ আউয়াল, সাধারন সম্পাদক কানাই লাল বিশ^াস, যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য তাজউদ্দিন আহম্মেদ, মো. জসিম মাতুব্বর, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক মুহাম্মাদ বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক মো. মাজহারুল ইসলাম প্রমুখ। আলোচনা সভার মাধ্যমে সম্মেলনের প্রথম অধিবেশনের কার্যক্রম শেষ হয়।
উল্লেখ্য, স্বাধীনতার পর এই প্রথম পিরোজপুর জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হলো। দলটির প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি ঘোষনা করা হয়েছে।
সব শেষে গত ২০১০ সালের ১ লা আগস্ট তৎকালীন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওমর ফারুক ও সাধারন সম্পাদক মির্জা আজম বর্তমান সভাপতি আক্তারুজ্জামান ফুলু ও সাধারন সম্পাদক মো. জিয়াউল হাসান গাজীকে সাধারন সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেন।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস