ইবিটাইমস ডেস্ক: দেশের অর্থনৈতিক অবস্থা ‘ভয়াবহ পর্যায়ে’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৪ মে) সন্ধ্যায় গণঅধিকার পরিষদের সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠকের পর দেশের অর্থনীতি কী পর্যায় আছে জানতে চাইলে তিনি এই মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ‘একেবারে ভয়াবহ পর্যায়ে খাদের কিনারায় আছে, পড়ে যাবে হয়ত।’ ডোনাল্ড লু’র ঢাকা সফর সম্পর্কে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, এ বিষয়ে কোনো বক্তব্য নেই।
গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে মঙ্গলবার বিকেলে গণঅধিকার পরিষদের সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক হয়। এই বৈঠকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন।
বৈঠকে ছিলেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খাঁন, কেন্দ্রীয় নেতা আবু হানিফ, শাকিল উজ্জামান, নূরে এরশাদ সিদ্দিকী, হাসান আল মামুন, মাহফুজুর রহমান খান, রবিউল হাসান, তোফাজ্জল হোসেন, খালিদ হাসান। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু উপস্থিত ছিলেন ছিলেন।
এর আগে গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গেও বৈঠক করে বিএনপি। বাম ঐক্যের সমন্বয়ক হারুন চৌধুরী এর নেতৃত্ব দেন।
ডেস্ক/ইবিটাইমস/এনএল