একদিনের সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজ পৈতৃক ভিটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে কৃষি উৎপাদন বৃদ্ধি, দারিদ্র্য বিমোচন এবং ক্ষুদ্র সঞ্চয়ের সুযোগ সৃষ্টির জন্য দেশের সব এলাকায় সমবায় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন

ইবিটাইমস ডেস্কঃ শুক্রবার (১০ মে) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে, দরিয়ারকুল গ্রাম উন্নয়ন সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন তিনি। “রাজনৈতিক নেতাদের প্রতিটি ক্ষেত্রে সমবায়ের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, দারিদ্র্য বিমোচন এবং ক্ষুদ্র সঞ্চয়ের ব্যবস্থা করতে আন্তরিক হতে হবে;” বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি উল্লেখ করেন যে তার সরকার সব দেশবাসীকে অর্থনৈতিকভাবে স্বচ্ছল করতে বহুমাত্রিক কর্মসূচি বাস্তবায়ন করছে।

শেখ হাসিনা আরও বলেন, “আমরা বহুমাত্রিক কর্মসূচি হাতে নিয়ে প্রত্যেক মানুষকে আর্থিকভাবে স্বচ্ছল করার জন্য কাজ করে যাচ্ছি।” অনুষ্ঠানে তিনি আত্ম কর্মসংস্থানের জন্য ‘আমার বাড়ি, আমার খামার’, স্টার্টআপ কর্মসূচি, সর্বজনীন পেনশন প্রকল্প, জামানতবিহীন ব্যাংক ঋণ এবং তার সরকারের অন্যান্য কর্মসূচির কথা সংক্ষেপে তুলে ধরেন।

“আমরা দারিদ্র্য বিমোচনের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে অনেক উদ্যোগ নিয়েছি। সরকারের গৃহীত কর্মসূচিগুলো যথাযথভাবে বাস্তবায়িত হলে দেশে কেউই দরিদ্র থাকবে না;” তিনি যোগ করেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরিদ্র ও শিক্ষার্থীদের মাঝে কৃষি উপকরণ ও শিক্ষা উপকরণ এবং আর্থিক অনুদান বিতরণ করেন।

এর আগে,সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময় তার সাথে ছিলেন ছোট বোন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা।

প্রধানমন্ত্রীর আগামীকাল শনিবার ঢাকা ফেরার কথা রয়েছে।

কবির আহমেদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »