বিশেষ প্রতিনিধি, ইতালি: আসন্ন নড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এ কে এম ইসমাইল হক এর সমর্থনে ইতালির ভেনিসে ঢাকা বিড়ানী হাউজ হল রুমে বিকেল ৬ টার সময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুস্তাফা ছৈয়াল কালু ও মুক্তার মোল্লার যৌথ সঞ্চালনায় এবং ভেনিসের প্রবীণ ও সামাজিক ব্যক্তিত্ব মনির হোসেন (লাল মিয়া মনির) এর সভাপতিত্বে বক্তব্য রাখেন শাজাহান কবির ইদ্রিস, রফিকুল ইসলাম ছৈয়াল, রাজ্জাক ফকির, রোমান মাল, সেলিম সরদার, আলী শেখ আরও ছিলেন আলী চকিদার, মুরাদ ঢালী, সেলিম চৌকিদার, সোহাগ বেপারী, মফিজ মোল্লা, বাশার ছৈয়াল, রাসেল বেপারী সহ আরো অনেকেই।
বক্তারা বলেন নড়িয়া উপজেলার যদি উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে চান তাহলে এ কে এম ইসমাইল হক এর বিকল্প নেই। যদি মাদক নির্মূল করতে চান তাহলে তাকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। তাই প্রবাসে থাকা সকলের আত্মীয়-স্বজন কে মোটরসাইকেল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য অনুরোধ জানান।
সে সময়ে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলার ভেনিসে বসবাসরত সর্বস্তরের প্রবাসী গন। পরে আপ্যায়নের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
মোহাম্মদ উল্লাহ সোহেল/ইবিটাইমস