বাংলাদেশ অস্ট্রিয়া সিনিয়র ক্লাবের উদ্যোগে ভিয়েনায় বাংলাদেশ ইসলামিক সেন্টার বাইতুল মুকাররম মসজিদে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে
ভিয়েনা ডেস্কঃ শুক্রবার (৫ এপ্রিল) ভিয়েনার ৫ নাম্বার ডিস্ট্রিক্টের বাংলাদেশ ইসলামিক সেন্টার বাইতুল মুকাররম মসজিদে ২৬তম রোজার ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ অস্ট্রিয়া সিনিয়র ক্লাব।
এই ইফতার ও দোয়া মাহফিলে সিনিয়র ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মাহবুবুর রহমান, সহ সভাপতি সাইফুল ইসলাম জসিম, সাধারণ সম্পাদক শাহ কামাল ও সহ সাধারণ সম্পাদক কবির আহমেদ।
তাছাড়া আরও উপস্থিত ছিলেন বাইতুল মোকারম মসজিদের সভাপতি আক্তার হোসেন সহ কার্যকরী কমিটির একাধিক নেতৃবৃন্দ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম।
কমিউনিটির মুসল্লিদের উপস্থিতিতে ইফতারের পূর্বে সংক্ষিপ্ত ওয়াজ নসিহত ও দোয়া পরিচালনা করেন বায়তুল মোকারম মসজিদের ইমাম হাফেজ মেহেদি হাসান।
মাগরিব নামাজের পর উপস্থিত মুসল্লিদের বাংলাদেশ অস্ট্রিয়া সিনিয়র ক্লাবের পক্ষ থেকে ইফতার ও রাতের খাবারে আপ্যায়ন করা হয়।
কবির আহমেদ/ইবিটাইমস