ভিয়েনা ১১:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশে ২ দিনের সফরে আসছেন কাতারের আমির

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৩৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
  • ১৩ সময় দেখুন

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি দুই দিনের সফরে ২২ এপ্রিল ঢাকায় আসছেন

ইবিটাইমস ডেস্কঃ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এতথ্য জানা গেছে বলে জানিয়েছে বিভিন্ন জাতীয় সংবাদ মাধ্যম। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে আরও জানা গেছে, দুই দেশের মধ্যে প্রায় ডজনখানেক সমঝোতা স্মারক ও চুক্তি চূড়ান্ত করার বিষয়ে আলোচনা চলছে, যেগুলো আমিরের সফরকালে সই করা হবে।

আমির শেখ তামিম বিন হামাদ আল থানির নির্ধারিত বাংলাদেশ সফরে জনশক্তি, জ্বালানি, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে বৃহত্তর সহযোগিতার মাধ্যমে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করতে চায় দুই দেশ।

সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাতারের আমিরের বৈঠকের পর যেসব সমঝোতা স্মারক ও চুক্তি সই হবে, সেগুলো নিয়ে দুই পক্ষ এখন কাজ করছে। সফরের বিভিন্ন দিক নিয়ে আলোচনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে আন্তঃমন্ত্রণালয় সভা করেছে।

২০২৩ সালের মার্চে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দোহায় বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জ্বালানি চাহিদা মেটাতে কাতারের কাছে জ্বালানি বিশেষ করে এলএনজি সরবরাহে সহযোগিতার আহ্বান জানান।

১৯৭৪ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত দ্বিতীয় ওআইসি শীর্ষ সম্মেলনের পর ১৯৭৪ সালের ৪ মার্চ কাতার বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। ১৯৭৫ সালের ২৫ জুন দোহায় বাংলাদেশ তার কূটনৈতিক মিশন চালু করে।

১৯৮২ সালে ঢাকায় দূতাবাস স্থাপন করে দেশটি। বাংলাদেশ ও কাতারের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা; অভিন্ন মূল্যবোধ, ধর্মীয় ভিত্তি, সংস্কৃতি এবং ঐতিহ্যের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাংলাদেশে ২ দিনের সফরে আসছেন কাতারের আমির

আপডেটের সময় ০৮:৩৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি দুই দিনের সফরে ২২ এপ্রিল ঢাকায় আসছেন

ইবিটাইমস ডেস্কঃ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এতথ্য জানা গেছে বলে জানিয়েছে বিভিন্ন জাতীয় সংবাদ মাধ্যম। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে আরও জানা গেছে, দুই দেশের মধ্যে প্রায় ডজনখানেক সমঝোতা স্মারক ও চুক্তি চূড়ান্ত করার বিষয়ে আলোচনা চলছে, যেগুলো আমিরের সফরকালে সই করা হবে।

আমির শেখ তামিম বিন হামাদ আল থানির নির্ধারিত বাংলাদেশ সফরে জনশক্তি, জ্বালানি, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে বৃহত্তর সহযোগিতার মাধ্যমে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করতে চায় দুই দেশ।

সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাতারের আমিরের বৈঠকের পর যেসব সমঝোতা স্মারক ও চুক্তি সই হবে, সেগুলো নিয়ে দুই পক্ষ এখন কাজ করছে। সফরের বিভিন্ন দিক নিয়ে আলোচনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে আন্তঃমন্ত্রণালয় সভা করেছে।

২০২৩ সালের মার্চে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দোহায় বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জ্বালানি চাহিদা মেটাতে কাতারের কাছে জ্বালানি বিশেষ করে এলএনজি সরবরাহে সহযোগিতার আহ্বান জানান।

১৯৭৪ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত দ্বিতীয় ওআইসি শীর্ষ সম্মেলনের পর ১৯৭৪ সালের ৪ মার্চ কাতার বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। ১৯৭৫ সালের ২৫ জুন দোহায় বাংলাদেশ তার কূটনৈতিক মিশন চালু করে।

১৯৮২ সালে ঢাকায় দূতাবাস স্থাপন করে দেশটি। বাংলাদেশ ও কাতারের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা; অভিন্ন মূল্যবোধ, ধর্মীয় ভিত্তি, সংস্কৃতি এবং ঐতিহ্যের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত।

কবির আহমেদ/ইবিটাইমস