মুক্তিযুদ্ধের চেতনার লেবাসধারী আ.লীগই গণতন্ত্র হত্যাকারী: ইশরাক

ঢাকা প্রতিনিধি: বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি দাবিদার আওয়ামী লীগ স্বাধীনতার পর শত শত মুক্তিযোদ্ধা হত্যা করেছে। আওয়ামী লীগের কোনো নেতা সম্মুখযুদ্ধে অংশ নেননি। যে গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল, মুক্তিযুদ্ধের চেতনার লেবাসধারী আওয়ামী লীগই গণতন্ত্র হত্যাকারী।

বৃহস্পতিবার(২১ মার্চ) নয়াবাজারের শামসাবাদ ঢাকা পার্টি সেন্টারে ৩২নং ওয়ার্ড বিএনপি আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, আজকে সত্য কথা বললে, সরকারের দুর্নীতি ও লুটপাটের কথা বললে তাকে রাজাকার বলে আখ্যা দেওয়া হয়, এমনকি মুক্তিযুদ্ধের সম্মুখযোদ্ধা ও সেক্টর কমান্ডার শহীদ জিয়াউর রহমানকে নিয়েও বিতর্ক করতে তাদের দ্বিধা হয় না। আওয়ামী লীগ না করার অপরাধে প্রকৃত মুক্তিযোদ্ধাদের মূল্যায়িত করা হচ্ছে না, অথচ ৭১ সালে যাদের জন্মই হয়নি তাদের অনেককেই আজ মুক্তিযুদ্ধের সনদ দেওয়া হয়েছে।

তিনি বলেন, সরকার রাজাকারদের বিচার করেছে। কোন রাজাকার? যারা সরকারের অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের বিচার করা হয়েছে। অথচ অনেক চিহ্নিত রাজাকার ও তাদের পরিবারকে যখন আত্মীয় বানানো হয় তখন কোথায় থাকে নীতি আদর্শ? যখন আওয়ামী লীগ করার সুবাধে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হয় না তখন কোথায় থাকে আইন?

এর আগে কারাবন্দি, কারাগারে মৃত্যুবরণ করা, সরকারবিরোধী আন্দোলনে আহত হওয়া এবং অসুস্থ বিএনপি নেতা আনারুল আজিমের সহোদর ইমরান নাহিদ, ৩২ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান, যুবদল কেন্দ্রীয় কমিটির নেতা রজ্জব আলী পিন্টু, ৩২ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম-আহবায়ক মরহুম ফকির মোহাম্মদ, ৩২ নম্বর ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক সুজন, ৩২ নম্বর ওয়ার্ড যুগ্ম-আহবায়ক সেন্টু, ৩৭ নম্বর ওয়ার্ড যুগ্ম আহবায়ক ইমু, নেতা সাহেম, ৩২নং ওয়ার্ড সাবেক সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের বাসায় তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার পৌঁছে দেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

ঢাকা/ইবিটাইমস/এনএল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »