জিওস্ফিয়ার অস্ট্রিয়া (অস্ট্রিয়ান সিসমোলজিক্যাল সার্ভিস) অনুসারে, শুক্রবার(৮ মার্চ) সন্ধ্যা ৭টা ৩২ মিনিটে স্টাইরিয়ায় একটি মৃদু মাত্রার ভূমিকম্প সংগঠিত হয়েছে
ভিয়েনা ডেস্কঃ ভূমিকম্পের কেন্দ্র ছিল রাজ্যের লিওবেন(Leoben) জেলার পশ্চিমে এবং এর মাত্রা ছিল রিক্টার স্কেলে ২.১। ভূমিকম্পের কেন্দ্রস্থলের এলাকায় কোথাও কোথাও মাটিতে গর্জন আকারে শব্দ অনুভূত হয়েছে।
অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানায়,ভূমিকম্পে প্রাথমিকভাবে কোথাও কোনও জানমালের ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায় নি। জিওস্ফিয়ার অস্ট্রিয়ার বিশেষজ্ঞরা জানিয়েছেন সাধারণ এই মাত্রার মৃদু ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে না।
কবির আহমেদ/ইবিটাইমস