প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মানির মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে এখন জার্মানির মিউনিখে অবস্থান করছেন
ইউরোপ ডেস্কঃ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) জার্মানির স্থানীয় সময় বিকেল ৪টা ৩৪ মিনিটে তিনি মিউনিখ বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।
তাছাড়াও মিউনিখ অবস্থানকালে প্রধানমন্ত্রীর হোটেল স্যুটে বিপুল সংখ্যক ইউরোপের বিভিন্ন দেশের নেতা-কর্মী নিয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান অল ইউরোপিয়ান আওয়ামীলীগের সভাপতি এম নজরুল ইসলাম ও সাধারন সম্পাদক মুজিবুর রহমান।
এর আগে প্রধানমন্ত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট স্থানীয় সময় বেলা ১১টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মিউনিখের উদ্দেশে রওনা হন। এ বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে পুনঃনির্বাচিত হওয়ার পর এটাই তাঁর প্রথম বিদেশ সফর।
মিউনিখ নিরাপত্তা সম্মেলনকে নিরাপত্তা ইস্যুতে বিতর্কের জন্য বিশ্বের শীর্ষস্থানীয় ফোরাম হিসেবে বিবেচনা করা হয়। ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি মিউনিখে অবস্থানকালে শেখ হাসিনা নিরাপত্তা সম্মেলনের পাশাপাশি জার্মানির চ্যান্সেলর ওলাফ শলজ, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ডেনমার্ক ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়াও, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
কবির আহমেদ/ইবিটাইমস/এম আর