বিশেষ প্রতিনিধি, ইতালি: দর্শক প্রিয় অনলাইন টেলিভিশন চ্যানেল এম কে টেলিভিশন ৮ বছর পার করে ৯ বছর পদার্পণ উপলক্ষে ২৮শে জানুয়ারি রবিবার ইতালির ত্রেভিজো একটি রেস্তোরা বারে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীতে আগত অতিথিরা বলেন আমরা আশা করব এম কে টেলিভিশন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন এবং প্রবাসীদের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরবেন। সকলে এম কে টেলিভিশনের সফলতা কামনা করে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান।
সে সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রেভিজো সহরের বিশিষ্ট ব্যবসায়ী কমিউনিটি ব্যক্তিত্ব বাংলাদেশ সমিতির সভাপতি নিরব শেখ, আনোয়ার হোসেন দুলাল, মোঃ নুরু মিয়া, ডিপি বুলবুল, ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালির সভাপতি ও এম কে টেলিভিশন ইউরোপ ব্যুরো প্রধান এসকে এমডি জাকির হোসেন সুমন। ভেনিস বাংলাদেশ প্রেস ক্লাব ইতালির সাধারণ সম্পাদক মোহাম্মাদউল্লাহ সোহেল, সহদপ্তর সম্পাদক ও এম কে টেলিভিশনের ইতালির নর্থ প্রতিনিধি রফিকুল ইসলাম সবুজ ও প্রচার সম্পাদক ওহিদুল ইসলাম মাসুদ সহ আরো অনেকেই।
মোহাম্মদ উল্লাহ সোহেল/ইবিটাইমস