ভিয়েনা ০৬:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হাঙ্গেরিতে পুতিন ও ট্রাম্পের সম্ভাব্য শীর্ষ বৈঠকের পূর্বে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক সম্মত রাশিয়া ‘প্রবাসী ভোটার অ্যাপ’ এর উদ্বোধন আগামী ১৮ নভেম্বর – ইসি সচিব সকল ষড়যন্ত্র নস্যাৎ করে নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে : আহমেদ আযম খান গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর : আইন উপদেষ্টা টাঙ্গাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা লন্ডনের পরিবহন ব্যবস্থায় সঙ্কটের আশঙ্কা আজারবাইজানের বাকুতে এরদোগান ও শেহবাজ ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে তরুণীকে গ্রেফতার করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ হবিগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে তরুণীকে গ্রেফতার

নতুন অভিবাসন আইনে জার্মানিতে বসবাসের অনুমতি পেলেন ৫৪ হাজার অভিবাসী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১২:০৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪
  • ১৮ সময় দেখুন

জার্মানির সরকারের একটি নতুন আইনের আওতায় প্রায় ৫৪ হাজার অভিবাসী জার্মানিতে অস্থায়ীভাবে বসবাসের অনুমতি পেয়েছেন

ইউরোপ ডেস্কঃ শনিবার (২৭ জানুয়ারি) ইউরোপের বিভিন্ন ভাষায় প্রকাশিত অনলাইন পোর্টাল ইনফোমাইগ্রেন্টস ও জার্মানির বিভিন্ন সংবাদ মাধ্যম এতথ্য জানিয়েছে।

গত বছর নতুন এই নীতিমালাটি পাশের পর থেকে যে সমস্ত অভিবাসীরা অস্থায়ীভাবে থাকার অনুমতি পেয়েছেন৷ অনুমতি পাওয়া এসব অভিবাসীদের বসবাসের প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ছিলো না ৷

অনুমতি পাওয়া অভিবাসীদের মধ্যে রয়েছেন জার্মানিতে অবস্থানরত ওই সব বিদেশি, যাদের আশ্রয় আবেদনের সিদ্ধান্তের জন্য অপেক্ষমাণ ছিলেন অথবা যাদেরকে নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত থাকলেও নানা কারণে দেশে পাঠানো যাচ্ছিল না ৷

২০২২ সালের ৩১ ডিসেম্বর পাস হওয়া এই অপুরচ্যুনিটি রেসিডেন্স অ্যাক্ট নামের এই আইনটি মূলত পাঁচ বছরের বেশি সময় ধরে যারা জার্মানিতে বসবাস করছেন তাদের জন্য দেশটিতে বৈধভাবে থাকার পথ সুগম করছে৷ এই আইনের আওতায় যারা অনুমতি পাওয়ার যোগ্য তাদেরকে পরিবারের সদস্যসহ ১৮ মাসের থাকার অনুমতি পাবেন ৷

এর মধ্যে যারা নিজেদের জীবনযাপনের ব্যয় বহন করতে পারবেন, জার্মান ভাষায় যথেষ্ট দক্ষতা রয়েছে এবং নিজেদের অবস্থান বিষয়ে পরিষ্কার উত্তর রয়েছে তারা এই অস্থায়ী অনুমতি স্থায়ী অনুমতিতে রূপান্তর করতে পারবেন৷ সরকারের এই পদক্ষেপকে একটি সফল মডেল হিসেবে আখ্যা দিয়ে সংসদ সদস্য ফিলিস পোলাট বলেন, ‘‘এই প্রোগ্রামটি চালিয়ে যাওয়া উচিত এবং এর ফলে আরো বেশি মানুষের উপকৃত হওয়া উচিত ৷’’

জার্মানির বিভিন্ন রাজ্য সরকারের পক্ষ থেকে ইন্টিগ্রেশন মিডিয়া সার্ভিস এ সম্পর্কিত এক বিশেষ জরিপ পরিচালনা করে। জরিপটি বলছে, সরকারের এই প্রোগ্রামের আওতায় মোট ৭৫ হাজার ৩৪৫ জন অভিবাসী বসবাসের অনুমতি চেয়ে আবেদন করেছিলেন ৷ জরিপের ফলাফল বলছে, মোট চার হাজার আবেদন বাতিল করা হয়েছে৷ তাছাড়া, যারা অপরাধের সাথে জড়িত এবং যেসব ব্যক্তি মিথ্যা তথ্য দিয়েছেন তাদেরকে এই প্রোগ্রামের আওতাভুক্ত করা হয়নি ৷

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

হাঙ্গেরিতে পুতিন ও ট্রাম্পের সম্ভাব্য শীর্ষ বৈঠকের পূর্বে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক সম্মত রাশিয়া

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নতুন অভিবাসন আইনে জার্মানিতে বসবাসের অনুমতি পেলেন ৫৪ হাজার অভিবাসী

আপডেটের সময় ০৭:১২:০৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪

জার্মানির সরকারের একটি নতুন আইনের আওতায় প্রায় ৫৪ হাজার অভিবাসী জার্মানিতে অস্থায়ীভাবে বসবাসের অনুমতি পেয়েছেন

ইউরোপ ডেস্কঃ শনিবার (২৭ জানুয়ারি) ইউরোপের বিভিন্ন ভাষায় প্রকাশিত অনলাইন পোর্টাল ইনফোমাইগ্রেন্টস ও জার্মানির বিভিন্ন সংবাদ মাধ্যম এতথ্য জানিয়েছে।

গত বছর নতুন এই নীতিমালাটি পাশের পর থেকে যে সমস্ত অভিবাসীরা অস্থায়ীভাবে থাকার অনুমতি পেয়েছেন৷ অনুমতি পাওয়া এসব অভিবাসীদের বসবাসের প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ছিলো না ৷

অনুমতি পাওয়া অভিবাসীদের মধ্যে রয়েছেন জার্মানিতে অবস্থানরত ওই সব বিদেশি, যাদের আশ্রয় আবেদনের সিদ্ধান্তের জন্য অপেক্ষমাণ ছিলেন অথবা যাদেরকে নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত থাকলেও নানা কারণে দেশে পাঠানো যাচ্ছিল না ৷

২০২২ সালের ৩১ ডিসেম্বর পাস হওয়া এই অপুরচ্যুনিটি রেসিডেন্স অ্যাক্ট নামের এই আইনটি মূলত পাঁচ বছরের বেশি সময় ধরে যারা জার্মানিতে বসবাস করছেন তাদের জন্য দেশটিতে বৈধভাবে থাকার পথ সুগম করছে৷ এই আইনের আওতায় যারা অনুমতি পাওয়ার যোগ্য তাদেরকে পরিবারের সদস্যসহ ১৮ মাসের থাকার অনুমতি পাবেন ৷

এর মধ্যে যারা নিজেদের জীবনযাপনের ব্যয় বহন করতে পারবেন, জার্মান ভাষায় যথেষ্ট দক্ষতা রয়েছে এবং নিজেদের অবস্থান বিষয়ে পরিষ্কার উত্তর রয়েছে তারা এই অস্থায়ী অনুমতি স্থায়ী অনুমতিতে রূপান্তর করতে পারবেন৷ সরকারের এই পদক্ষেপকে একটি সফল মডেল হিসেবে আখ্যা দিয়ে সংসদ সদস্য ফিলিস পোলাট বলেন, ‘‘এই প্রোগ্রামটি চালিয়ে যাওয়া উচিত এবং এর ফলে আরো বেশি মানুষের উপকৃত হওয়া উচিত ৷’’

জার্মানির বিভিন্ন রাজ্য সরকারের পক্ষ থেকে ইন্টিগ্রেশন মিডিয়া সার্ভিস এ সম্পর্কিত এক বিশেষ জরিপ পরিচালনা করে। জরিপটি বলছে, সরকারের এই প্রোগ্রামের আওতায় মোট ৭৫ হাজার ৩৪৫ জন অভিবাসী বসবাসের অনুমতি চেয়ে আবেদন করেছিলেন ৷ জরিপের ফলাফল বলছে, মোট চার হাজার আবেদন বাতিল করা হয়েছে৷ তাছাড়া, যারা অপরাধের সাথে জড়িত এবং যেসব ব্যক্তি মিথ্যা তথ্য দিয়েছেন তাদেরকে এই প্রোগ্রামের আওতাভুক্ত করা হয়নি ৷

কবির আহমেদ/ইবিটাইমস