ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির বীরশ্রেষ্ট শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর স্টেডিয়ামে জেলা পর্যায়ে ৪১তম শীতকালিন স্কুল মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের ২দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯টায় ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম আনুষ্ঠানিকভাবে এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্ভোধন করেন।
উদ্ভোধনী অনুষ্ঠানে ঝালকাঠির পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মামুন শিবলি, ঝালকাঠির পৌরসভার প্যানেল মেয়র তরুন কর্মকার, জেলা ক্রীড়া অফিসার মোঃ সিদ্দিকুর রহমান খানসহ বিভিন্ন বিদ্যালয়ের কয়েকশত ছাত্র-ছাত্রী, সরকারি কর্মকর্তা, শিক্ষক ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঝালকাঠি জেলার ৪টি উপজেলার বিজয়ী দল ক্রিকেট বালক-বালিকা, বলিবল বালক-বালিকা, ব্যাডমিন্টন একক ও দ্বৈত বালক-বালিকা এবং এথলেটিক্স প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীরা অংশগ্রহণ করেছে।
উদ্ভোধনী দিনে মেয়েদের ক্রিকেটে রাজাপুর উপজেলা বিজয়ী দল নলছিটি দলকে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়েছে এবং বলিবলে বালক প্রতিযোগীতায় ঝালকাঠি উপজেলা দল কাঠালিয়া উপজেলা দলকে পরাজিত করেন।
বাধন রায়/ইবিটাইমস