ভারতের দিল্লিতে প্রচণ্ড ঠাণ্ডায় রেড অ্যালার্ট জারি

তীব্র শৈত্য প্রবাহে কাঁপছে ভারতের রাজধানী দিল্লি, দেশটির আবহাওয়া বিভাগ দিল্লি ও আশপাশের এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে

আন্তর্জাতিক ডেস্কঃ শনিবার (১৩ জানুয়ারি) ভারতের জনপ্রিয় সম্প্রচার কেন্দ্র এনডিটিভি জানিয়েছে,আজ রাজধানী দিল্লির তাপমাত্রা ৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। ফলেণদেশটির আবহাওয়া বিভাগ দিল্লি ও আশপাশের এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে।

ভারতের কেন্দ্রীয় আবহাওয়া অফিস আরও জানিয়েছে, শনিবার সকালে রাজধানীর এই সর্বনিম্ন তাপমাত্রা, যা এই মৌসুমের শীতলতম দিন। গতকাল শুক্রবার তাপমাত্রা ছিল ৩.৯ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা ও তীব্র ঠাণ্ডায় দিল্লির স্বাভাবিক জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এমন পরিস্থিতি আগামী কয়েক দিন থাকবে বলেও দেশটির আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়েছে, ঘন কুয়াশার কারণে দিল্লির রেল, সড়ক এবং বিমান পরিষেবাও ব্যাহত হচ্ছে। গত কয়েক দিন ধরেই দিল্লি এবং উত্তর ভারতগামী দূরপাল্লার ট্রেন বেশ কয়েক ঘণ্টা বিলম্বিত হচ্ছে। বর্তমান বিভিন্ন রাজ্য থেকে দিল্লিগামী ১৮টি ট্রেন ১-৬ ঘণ্টা দেরিতে চলাচল করছে।

কবির আহমেদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »