ভোলার চরফ্যাসন পৌরসভায় মহিলা ভোটারের ব্যাপক উপস্থিতিতে ভোট গ্রহন চলছে

চরফ্যাসন (ভোলা) থেকে: চরফ্যাসন পৌরসভা নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। এই প্রথমবারের মতো ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) এর সাহায্যে রবিবার (২৮ ফেব্রুয়ারী) সকাল ৮টায় পৌরসভার ১৭টি কেন্দ্রে কঠোর নিরপত্তার মধ্যে দিয়ে ভোট গ্রহন শুরু হয়।

নির্বাচনকে ঘীরেকেন্দ্র ও ভোটারদের নিরপত্তার জন্য আইনশৃঙ্খলার দায়িত্বে রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‌্যাব, বিজিবি, পুলিশ, আনসার ও ভিডিপি। আর নতুন এই পদ্ধতিতে ভোট দেয়ার জন্য ভোটারদের মাঝে উৎসাহ ও কৌতুহল বিরাজ করছে।

চরফ্যাসন নির্বাচন অফিস সূত্রে জানাযায়, ২৭ হাজার ৫৭১ জন্য ভোটার অধ্যুষিত চরফ্যাসন পৌরসভায় ১৭টি কেন্দ্রের মাধ্যমে ভোট গ্রহণ করা হচ্ছে। এখানে মেয়র পদে ৩জন, সাধারন কাউন্সিলর পদে ২৫জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৭জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।

সরজমিনে গিয়ে দেখা যায়, ৬ নং ওয়ার্ডের মফিজাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র হাতে গোনা ৬ / ৭ জন ভোটার রয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায় নি ।

জামাল মোল্লা /ইবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »