ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের ব্যারিস্টার আবুল কাশেম ফখরুল ইসলাম বলেছেন- “আপনি নির্বাচনে আসবেননা সেটা ভিন্ন কথা, কিন্ত নির্বাচনকে প্রতিহত করবেন; এটি সন্ত্রাসী আচারন”। তিনি কাঠালিয়া উপজেলার বিভিন্ন হাট বাজারে গণসংযোগ ও কাঠালিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় বক্তব্যে এ কথা বলেন । ব্যারিস্টার ফকরুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।
মঙ্গলবার সকাল থেকে কাঠালিয়া সদর, কচুয়া, বীনাপানি ও কৈখালী বাজারে গণসংযোগ ও পথসভা করেন। এ সময় তিনি ট্রাক প্রতীকে ভোট চান। পরে দুপুর ১টায় কাঠালিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় ব্যারিস্টার ফখরুল ইসলাম বলেন- “ কোনো একটি দল নির্বাচনে না আসতেই পারে, কিন্তু নির্বাচনকে প্রতিহত করা সন্ত্রাসী আচারন ও শক্তি প্রয়োগ করার অবস্থান থেকে যায়, আমি এ সবের বিরোধী”। তিনি ৭ জানুয়ারী প্রত্যেক ভোটারকে ভোট কেন্দ্রে গিয়ে ভোটা দেয়ার অনুরোধ জানান, কেননা ভোট দেয়া সাংবিধানিক অধিকার।
মতবিনিময় সভায় কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম, সহ সভাপতি মোঃ সরোয়ার হোসেন সিকদার, মাওলানা খাইরুল আমিন ছগির, সাধারণ সম্পাদক মোঃ শহীদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম নাসির উদ্দিন, কোষাধ্যক্ষ মাওলানা মোঃ জাকির হোসেন, প্রচার সম্পাদক মাসুম বিল্লাহ, নির্বাহী সদস্য মাছুম বিল্লাহ জুয়েল, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ মাইনুল হোসেন রিয়াজ সিকদার, সহযোগী সদস্য মোঃ মহসিন খান, মোঃ শাকিল হোসেন ও ট্রাক প্রতীকের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাধন রায়/ইবিটাইমস