মঠবাড়িয়ায় স্বতন্ত্র প্রার্থীর হিন্দু সমর্থকদের ওপর হামলার প্রতিবাদে মাবনবন্ধন; গ্রেপ্তার-২

পিরোজপুর প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর- ৩ (মঠবাড়িয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী ডাঃ মো. রুস্তুম আলী ফরাজির (ঈগল প্রতীক) হিন্দু সমর্থকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঠবাড়িয়া সচেতন হিন্দু সমাজের আয়োজনে মঙ্গলবার (০২ জানুয়ারী) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার সম্মূখ সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি পরিতোষ বেপারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বর্তমান সাংসদ স্বতন্ত্র প্রার্থী ডাঃ মো. রুস্তুম আলী ফরাজী (ঈগল প্রতীক), আহত সুমন ওঝার পিতা- সুভাষ ওঝা, স্ত্রী স্বর্ণা রানী, হিন্দু নেতা গোপাল রায়, ছাত্রলীগ আহবায়ক আবু ইউসুব রায়হান, যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান আকাশ।

বক্তারা বলেন, গত সোমবার (০১ জানুয়ারী) সকালে স্বতন্ত্র প্রার্থী ডাঃ মোঃ রুস্তুম আলী ফরাজির (ঈগল প্রতীক) সমর্থনে উপজেলার নাগ্রভাংগা গ্রামে প্রচারণার সময় স্বতন্ত্র প্রার্থী শামীম শাহনেওয়াজ (কলার ছড়ি) এর সন্ত্রাসী বাহিনী সুমন ওঝা, রিংটন সিকদার, নাজমা আক্তার লাকি, সুনির্মল বিশ্বাস, মাহফুজা বেগমের ওপর অতর্কিত হামলা চালায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। আহতরা সকলেই ওই নাগ্রভাংগা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আহত নাজমা আক্তার লাকির স্বামী মো. সোহেল সোমবার রাতেই মঠবাড়িয়া থানায় ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২০ জনের বিরুদ্ধে মামলা করেন।

বক্তারা আরও বলেন, সম্প্রতি এ সন্ত্রাসী বাহিনীর সদস্যরা উপজেলার উত্তর শাখারীকাঠি গ্রামের বাসিন্দা সত্যরঞ্জন বাড়ৈ নামে এক হিন্দু পরিবারের সদস্যর ওপর হামলা চালায়।

বক্তারা এসময় আল্টিমেটাম দিয়ে আরও বলেন, এ হামলাকারী ও তাদের মদদ দাতাদের আগামী ২৪ ঘন্টার মধ্যে আইনের আওতায় না আনা হলে কঠিন আন্দোলনে যাবার হুমকি দেন।

প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী শামীম শাহনেওয়াজ (কলার ছড়ি) অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

মঠবাড়িয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জাকির হোসেন ও এসকান্দার নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামীদের সনাক্ত পূর্বক গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »