ইতালিতে এ সি এস ভেনিস ক্লাবের আয়োজনে বিজয় দিবসে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ইতালির বিশেষ প্রতিনিধি: বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে ইতালির স্বনামধন্য ক্রিড়া প্রতিষ্ঠান এ সি এস ভেনিস ক্লাবের আয়োজনে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ভেনিসের মারঘেরায় একটি হলরুমে এই প্রতিযোগিতায় প্রায় অর্ধশত বাংলাদেশী শিক্ষার্থী ক গ্রুপে ৫ থেকে ৭ বছর , খ গ্রুপে ৪ থেকে ১০ বছর , ও গ গ্রুপে ১১ থেকে ১৩ বছর বয়সী ছেলে, মেয়েরা অংশ গ্রহন করেন । প্রতিযোগিতা বিষয়বস্তু ছিলো, জাতীয় পতাকা, স্মৃতিসৌধ ও মুক্তি যুদ্ধ , জাতীয় ফুল , সূর্য , গ্রামীন দৃশ্য অঙ্কন। শুরুতেই, পবিত্র কুরআন তেলওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধদিয়ে অনুষ্ঠান শুরু করা হয় ।

শুরুতেই বক্তব্য রেখেন ভেনিস ক্রিকেট ক্লাবের সভাপতি আলবের্তো মিজানী , এ সি এস ভেনিস ক্লাবের সভাপতি মোশাররফ মোল্লা , সাধারন সম্পাদক আলী সালেহ , ভেনিস বাংলা স্কুলের সভাপতি এবং কামরুল সারোয়ার , ভেনিস বাংলা স্কুলের সাধারন সম্পাদক সোহেলা আক্তার বিপ্লবী , ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালির সভাপতি এসকে এমডি জাকির হোসেন সুমন , সাধারন সম্পাদক মোহাম্মদ উল্লাহ সোহেল।

এছাড়া ও বক্তব্য রাখেন, মাকসুদ রহমান, মেহেদী কাজী , আকন হিরো, কাজী রনি প্রমূখ। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও অংশগ্রহণ কারীদের সান্তনা পুরস্কার তুলেদেন এ সি এস ভেনিস ক্লাবের নেতৃবৃন্দ।

মোহাম্মদ উল্লাহ সোহেল/ইবিটাইমস 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »