হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ হবিগঞ্জে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেছেন,কোন কেন্দ্রে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের উপর হামলা ও ক্যামেরা ভাংচুর করা হলে সাথে সাথে রির্টানিং অফিসারকে জানাতে হবে। প্রয়োজনে নির্বাচন কমিশনারগণকে জানালে বা অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে এর প্রমাণ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।
তিনি আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে হবিগঞ্জে বিশেষ আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন।
জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক ও রির্টানিং অফিসার দেবী চন্দ এর সভাপতিত্বে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আসিব আহসান, সিলেট রেঞ্জের ডি আই জি শাহ মিজান শাফিউর রহমান,হবিগঞ্জ পুলিশ সুপার মো. আক্তার হোসেনসহ ৪টি আসনের প্রতিদ্বন্বী প্রার্থী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিভিন্ন ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস