ভোলা দক্ষিণ প্রতিনিধিঃ ১০ম বারের মতো ভোলার শীর্ষ করদাতার সম্মাননা পেয়েছেন লালমোহন উপজেলার ব্যবসায়ী মো. রাশেদুজ্জামান পিটার। এরমধ্যে টানা ৮ বছর ধরে সর্বোচ্চ করদাতার এ সম্মানটি ধারাবাহিকভাবেই পেয়ে আসছেন তিনি।
মঙ্গলবার দুপুরে বরিশালের হোটেল গ্রান্ড পার্কে অনুষ্ঠিত ২০২৩ সালের সেরা করদাতাদের পুরস্কারের আয়োজন করে কর অফিস। এতে এ বছরও রাশেদুজ্জামান পিটার ভোলা জেলার র্শীষ করদাতার সম্মাননা পান। যার স্বীকৃতি স্বরূপ তাকে ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
লালমোহনের ব্যবসায়ী রাশেদুজ্জামান পিটার টানা জেলার শীর্ষ করদাতার সম্মাননা পাওয়ায় লালমোহনবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা রইল।
জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস