আগামী ২১ ডিসেম্বর চতুর্থ বছরে পদার্পণ করছে ইউরো বাংলা টাইমস
ভিয়েনা ডেস্কঃ সোমবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ ও অস্ট্রিয়া থেকে যৌথভাবে প্রকাশিত জনপ্রিয় অনলাইন পত্রিকা ইউরো বাংলা টাইমস পরিবারের সদস্যরা এক আন্তর্জাতিক ভার্চুয়াল বৈঠক করেন। এতে বাংলাদেশ, অস্ট্রিয়া ও গ্রিস থেকে নেতৃবৃন্দ এই ভার্চুয়াল আলোচনায় অংশগ্রহণ করেন। পত্রিকাটির এডিটর-ইন-চিফ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন পরামর্শ সম্পাদক রিশান নাসরুল্লাহ।
বাংলাদেশ ও অস্ট্রিয়া থেকে যৌথভাবে প্রকাশিত অনলাইন পত্রিকা ইউরো বাংলা টাইমস তৃতীয় বর্ষ শেষ করে চতুর্থ বছরে পদার্পণ করছে। উল্লেখ্য যে, ২০২০ সালের ২১ ডিসেম্বর পত্রিকাটি প্রথম অত্যন্ত ক্ষুদ্র পরিসরে তার যাত্রা শুরু করে। তারপর পত্রিকাটি এই সামান্য সময়ের মধ্যেই মানুষের মন জয় করতে সক্ষম হয়। বর্তমানে পত্রিকাটির পাঠকের সংখ্যা দুই লাখ ছাড়িয়ে গেছে। বাংলাদেশ, অস্ট্রিয়া ছাড়াও ইউরোপের একাদিশ দেশে পত্রিকাটির প্রতিনিধি রয়েছে।
পত্রিকাটি যাত্রার শুরুর পর থেকে এই পর্যন্ত বেশ কয়েকবার সিস্টেম আপডেট করেছে। পত্রিকাটি বাংলার পাশাপাশি ইংরেজী ও জার্মানি ভাষায় পড়া যায়। তাছাড়াও বর্তমানে পত্রিকাটি ভিডিও ফুটেজ সহ সমসাময়িক গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে বিভিন্ন প্যাকেজ সংবাদ প্রকাশ করা শুরু করা হয়েছে।
ভার্চুয়াল বৈঠকে পত্রিকাটির আরও উন্নয়নের জন্য বিভিন্ন প্রতিনিধিদের সাথে এডিটোরিয়াল বোর্ডের নেতৃবৃন্দ অত্যন্ত খোলামেলা আলোচনা করেন। প্রতিনিধিদের অনেকেই পত্রিকাটিতে বর্তমানে ভিডিও ফুটেজ সহ সংবাদ প্রকাশনার উদ্যোগকে একটি মাইলফলক পদক্ষেপ বলে উল্লেখ করেন।
এডিটোরিয়াল বোর্ডের নেতৃবৃন্দ বিভিন্ন প্রতিনিধিকে সাধারণ সংবাদের পাশাপাশি যার যার এলাকার মানুষের জীবন জীবিকার এবং চলমান জীবন ব্যবস্থার ওপর বস্তুনিষ্ঠ সংবাদ প্রেরণের ওপর গুরুত্বারোপ করেন। ইউরোপের বিভিন্ন দেশ যেমন আমেরিকা, ইতালি ও স্পেনের প্রতিনিধিরা পেশাধারী কাজের জন্য আজ এই ভার্চুয়াল বৈঠকে অংশগ্রহণ করতে পারেন নি বলে দুঃখ প্রকাশ করেছেন। প্রায় দুই ঘন্টা ব্যাপী ভার্চুয়াল বৈঠকের পর বৈঠকের সভাপতি সমাপ্তি ঘোষণা করেন।
কবির আহমেদ/ইবিটাইমস/এম আর