ঝালকাঠি-১ আসনে লড়াই হচ্ছে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ, বিপন্ন হচ্ছে বিএনপির রাজনীতি

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি-১ আসনের লড়াই হচ্ছে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ। কিন্তু ঝালকাঠি-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী আমির হোসেন প্রতিপক্ষ কোন শক্ত প্রার্থী নেই।

ঝালকাঠি-১(রাজাপুর-কাঠালিয়া)আসনটিতে কেন্দ্রী বিএনপির ভাইস প্রেসিডেন্ট ব্যারিস্টার শাহজাহান ওমর নির্বাচনের পূর্বে হঠাৎ করে আওয়ামী লীগে যোগদান করে মনোনয়ন পেযেছেন। কিন্তু এখন পর্যন্ত স্থানীয় আওমীয় লীগরে ১টি অংশ স্বক্রিয়ভাবে ও দৃশ্যমান সমর্থন দেয়নি।

অন্যদিকে বিএনপি ছোট একটি অংশ আপতত বিএনপি রাজনীতি ত্যাগ করে আ`লীগের নৌকার পক্ষে শাজাহান ওমরের জন্য কাজ করবেন। এরা আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর নৌকার পক্ষে প্রচার প্রচারণা চালাবে। কিন্তু এখন পর্যন্ত জেলা আওয়ামী লীগ স্পস্টত শাহজাহান ওমরের পক্ষে কাজ করার জন্য মাঠে নামে নাই। জেলা আওয়ামী লীগ এখনও একটি দুরত্ব বজায় রেখে চলছে। তারা এ ব্যাপারে কোন মন্তব্য করছে না। তারা চুড়ান্ত কেন্দ্রীয় নির্দেশনার অপেক্ষায় রয়েছে। শাহজাহান ওমর ব্যক্তিগতভাবে মনে করেন তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং জয় বাংলার আওয়ামী লীগ তাকে এ কারণেই তাকে সমর্থন করবে।

স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান মনির কেন্দ্রী আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য এবং সে ইতোপূর্বেও এই আসনে দলীয় মনোনয়ন চেয়ে আসছিলেন। রাজনৈতিকভাবে ৩বারে নির্বাচিত সংসদ সদস্য বজলুল হক হারুনের বিপক্ষের আওয়ামী লীগের এক শ্রেণির নেতাকর্মীকে আওয়ামী লীগ রাজনীতিতে সক্রিয় রেখে ছিলেন এবং মাঝে মাঝে এলাকায় এসে দলিয় নেতাকর্মীদের নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে এলাকা ভিত্তিক সভাসমাবেশ করেছেন। সে কারণে আওয়ামী লীগের সাংগঠনিক সমর্থন তার পক্ষে রয়েছে এবং তারা কাজ করবেন।

অন্যদিকে সাধারণ জনগণের মধ্যে বিএনপিমনা ব্যক্তিরা শাহজাহান ওমরের দল ত্যাগের কারণে ক্ষুব্দ হয়ে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের মনিরুজ্জামানকে সমর্থন দিতে পারে। তবে, কিছু জনগণ মনে করেন এই আসনে শাহজাহান ওমর অথবা মনিরুজ্জামান মনির নির্বাচিত হলে আওয়ামী লীগের দূরদর্শী রাজনীতি ও দৃঢ় নেতৃত্বের কারণে ঝালকাঠি-১ আসনটি বিএনপির শক্তঘাটি হিসেবে পরিচিত রাজাপুর-কাঠালিয়া আসনটি বিএনপির দখল থেকে ছিনিয়ে নিবেন এবং এই এলাকায় বিএনপির অস্তিত্ব বিপন্ন হবে।

বাধন রায়/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »