ইবিটাইমস ডেস্ক: মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুল দিয়ে স্মরণ ও শ্রদ্ধা নিবেদন করেছে বিএনপি। শনিবার (১৬ ডিসেম্বর) সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতির বীর সন্তানদের স্মরণ করে দলটি।
বিএনপির পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান- দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম ও বেগম সেলিমা রহমান, কেন্দ্রীয় সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সহ-দফতার সম্পাদক তাইফুল ইসলাম টিপু, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান ও নজরুল ইসলাম খান।
এসময় ড. মঈন খান বলেন, বাংলাদেশের স্বাধীনতাকে পরাধীনতায় পরিনত করেছে আওয়ামী লীগ, সরকার স্বাধীনতার চেতনা ধ্বংস করে একদলীয় শাসন। অন্যদিকে নজরুল ইসলাম খান বলেছেন, প্রতিষ্ঠা করেছে৭ জানুয়ারির নির্বাচনে কে বিজয়ী হবে সবাই জানেন, এটা কোন নির্বাচন নয়। তাই এত টাকা নষ্ট করা হচ্ছে কেন? স্বাধীনতার চেতনা ক্ষমতাসীনরা ধ্বংস করেছে বলেও মন্তব্য করেন তিনি।
ডেস্ক/ইবিটাইমস/এনএল