ভিয়েনা ০৭:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সেনাপ্রধানের সঙ্গে পাকিস্তান নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে : মির্জা ফখরুল লালমোহনে পুকুর থেকে পরিচ্ছন্নকর্মীর লাশ উদ্ধার পুলিশের ওপর দোষ চাপানোয় শেখ হাসিনার সমালোচনায় সংস্কৃতি উপদেষ্টা ফারুকীর হাঙ্গেরিতে পুতিন ও ট্রাম্পের সম্ভাব্য শীর্ষ বৈঠকের পূর্বে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক সম্মত রাশিয়া ‘প্রবাসী ভোটার অ্যাপ’ এর উদ্বোধন আগামী ১৮ নভেম্বর – ইসি সচিব সকল ষড়যন্ত্র নস্যাৎ করে নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে : আহমেদ আযম খান গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর : আইন উপদেষ্টা টাঙ্গাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

ইউক্রেনকে সদস্য করতে আলোচনায় সম্মত ইইউ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৫৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩
  • ২০ সময় দেখুন

ইউক্রেন এবং মলদোভার সাথে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)সদস্যপদ নিয়ে আলোচনা শুরু করার এবং জর্জিয়াকে প্রার্থীর মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় নেতারা

ইউরোপ ডেস্কঃ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ব্রাসেলসে এক শীর্ষ সম্মেলনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইইউর এই সিদ্ধান্তকে তার দেশ এবং ইউরোপের ‘জয়’ হিসেবে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেলের একজন মুখপাত্র জানিয়েছেন চুক্তিটি সর্বসম্মত ছিল।

উল্লেখ্য যে, দীর্ঘদিন ধরে কিয়েভের সাথে শুরু হওয়া আলোচনার বিরোধিতা করে আসছে হাঙ্গেরি। তবে এই পদক্ষেপে এবার কোনও ভেটো দেয়নি দেশটি। ব্রাসেলস থেকে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে,ভোটাভুটির সময় হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান মুহূর্তের মধ্যেই কক্ষ ত্যাগ করেন। একে পূর্ব সম্মতি ও গঠনমূলক পদ্ধতি হিসেবে বর্ণনা করেছেন কর্মকর্তারা। এসময় বাকি ২৬ নেতা ভোট দিয়ে এগিয়ে যান।

পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় অরবান বলেন, ‘ইউক্রেনের ইইউ সদস্যপদ একটি খারাপ সিদ্ধান্ত ইইউর। তাই হাঙ্গেরি এমন সিদ্ধান্তের অংশ হতে চায় না। এর ফলে হাঙ্গেরি আজকের এ সিদ্ধান্ত থেকে দূরে ছিল।’

ইইউর এ ঘোষণায় বেশ খুশি হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেন, ‘এটি ইউক্রেনের জন্য একটি বিজয়। সমগ্র ইউরোপের জন্য একটি বিজয়। এটি এমন একটি বিজয় যা অনুপ্রাণিত ও শক্তিশালী করে।’

এখানে উল্লেখ্য যে,২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করার পর ইউরোপীয় ইউনিয়নে যোগদানের জন্য আবেদন করেছিল ইউক্রেন ও মলদোভা। এই বছর জুনে উভয় দেশকেই প্রার্থীর মর্যাদা দেওয়া হয়েছিল এবং জর্জিয়ার প্রার্থীতার মর্যাদার বিষয়টি সেই সময়ে পাস হয়েছিল।

ইউক্রেন এবং মলতোভা সঙ্গে ইইউতে যোগদানের আলোচনার পথ খোলার জন্য ইইউর ‘ঐতিহাসিক’ এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। একে ‘তাদের ইউরো-আটলান্টিক আকাঙ্ক্ষা পূরণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন তিনি।

ইউরোপীয় ইউনিয়নে যোগদানের বিষয়ে আলোচনায় কয়েক বছর সময় লাগতে পারে। তাই বৃহস্পতিবারের এ সিদ্ধান্ত ইউক্রেনের সদস্যপদ নিশ্চিত করবে না।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

সেনাপ্রধানের সঙ্গে পাকিস্তান নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইউক্রেনকে সদস্য করতে আলোচনায় সম্মত ইইউ

আপডেটের সময় ০৪:৫৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩

ইউক্রেন এবং মলদোভার সাথে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)সদস্যপদ নিয়ে আলোচনা শুরু করার এবং জর্জিয়াকে প্রার্থীর মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় নেতারা

ইউরোপ ডেস্কঃ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ব্রাসেলসে এক শীর্ষ সম্মেলনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইইউর এই সিদ্ধান্তকে তার দেশ এবং ইউরোপের ‘জয়’ হিসেবে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেলের একজন মুখপাত্র জানিয়েছেন চুক্তিটি সর্বসম্মত ছিল।

উল্লেখ্য যে, দীর্ঘদিন ধরে কিয়েভের সাথে শুরু হওয়া আলোচনার বিরোধিতা করে আসছে হাঙ্গেরি। তবে এই পদক্ষেপে এবার কোনও ভেটো দেয়নি দেশটি। ব্রাসেলস থেকে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে,ভোটাভুটির সময় হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান মুহূর্তের মধ্যেই কক্ষ ত্যাগ করেন। একে পূর্ব সম্মতি ও গঠনমূলক পদ্ধতি হিসেবে বর্ণনা করেছেন কর্মকর্তারা। এসময় বাকি ২৬ নেতা ভোট দিয়ে এগিয়ে যান।

পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় অরবান বলেন, ‘ইউক্রেনের ইইউ সদস্যপদ একটি খারাপ সিদ্ধান্ত ইইউর। তাই হাঙ্গেরি এমন সিদ্ধান্তের অংশ হতে চায় না। এর ফলে হাঙ্গেরি আজকের এ সিদ্ধান্ত থেকে দূরে ছিল।’

ইইউর এ ঘোষণায় বেশ খুশি হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেন, ‘এটি ইউক্রেনের জন্য একটি বিজয়। সমগ্র ইউরোপের জন্য একটি বিজয়। এটি এমন একটি বিজয় যা অনুপ্রাণিত ও শক্তিশালী করে।’

এখানে উল্লেখ্য যে,২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করার পর ইউরোপীয় ইউনিয়নে যোগদানের জন্য আবেদন করেছিল ইউক্রেন ও মলদোভা। এই বছর জুনে উভয় দেশকেই প্রার্থীর মর্যাদা দেওয়া হয়েছিল এবং জর্জিয়ার প্রার্থীতার মর্যাদার বিষয়টি সেই সময়ে পাস হয়েছিল।

ইউক্রেন এবং মলতোভা সঙ্গে ইইউতে যোগদানের আলোচনার পথ খোলার জন্য ইইউর ‘ঐতিহাসিক’ এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। একে ‘তাদের ইউরো-আটলান্টিক আকাঙ্ক্ষা পূরণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন তিনি।

ইউরোপীয় ইউনিয়নে যোগদানের বিষয়ে আলোচনায় কয়েক বছর সময় লাগতে পারে। তাই বৃহস্পতিবারের এ সিদ্ধান্ত ইউক্রেনের সদস্যপদ নিশ্চিত করবে না।

কবির আহমেদ/ইবিটাইমস