ঝালকাঠি প্রতিনিধিঃ বাংলাদেশ ক্রীড়া পরিষদের উদ্যোগে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে স্মার্ট বাংলাদেশ স্মার্ট ক্রীড়াঙ্গন কর্মসূচি পালন করা হয়েছে।
এ উপলক্ষ্যে বুধবার সকাল ১১টায় ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বর থেকে জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমের নেতৃত্বে বড় ও আকর্ষনীয় র্যালি বের হয় এবং র্যালিটি শহর ঘুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এসে শেষ হয়। র্যালিতে পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, ঝালকাঠি পৌরসভার প্যানেল মেয়র তরুন কর্মকার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খান ধলুসহ, খেলোয়ার, ক্রীড়া সংগঠক, ক্রীড়ামোদী ও সরকারি পর্যায়ের বিভিন্ন কর্মকর্তারা অংশগ্রহণ করেছে।
এই কর্মসূচির আলোকে ঝালকাঠি শহীদ মহিউদ্দিন জাহাঙ্গির স্টেডিয়ামে বুধবার বিকাল সাড়ে ৩টায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
ঝালকাঠি সদর উপজেলা ও নলছিটি উপজেলার মধ্যে অনুষ্ঠিত এই ফুটবল ম্যাচে ঝালকাঠি সদর উপজেলা ১-০ গোল ব্যবধানে নলছিটি উপজেলা দলকে পরাজিত করেছে। ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম আনুষ্ঠানিকভাবে এই ফুটবল ম্যাচের উদ্বোধন করেছেন। এ সময় তার সাথে পুলিশ সুপার আফরুজুল হক টুটুল উপস্থিত ছিলেন।
অন্যদের মধ্যে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খান ধলু ও সহসভাপতি হাবিবুর রহমান হাবিলসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও ক্রীড়ামুদিরা উপস্থিত ছিলেন।
বাধন রায়/ইবিটাইমস