ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ রুহুল আমিন প্রধান অতিথি এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইমরান বিশেষ অতিথি ছিলেন। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মনিরুল ইসলামের সভাপতিত্বে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট এর বৈজ্ঞানিক কর্মকর্তা মূল বিষয়ের উপরে মাল্টিমিডিয়ায় উপস্থাপনা করেন।
অন্যদের মধ্যে জেলা মৎস্য কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, মুক্তিযোদ্ধা সত্যবান সেনগুপ্ত ও জেলা তথ্য অফিসার আহসান কবির বক্তব্য রাখেন। মাটি ও জল এই দুটি উপাদানই কৃষিসহ মানুষের জীবন যাপনের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে এবং এই মাটির স্বাস্থ্য রক্ষা করে এবং পানির দূষন রোধ করার আহ্বান জানানো হয়েছে।
সভায় কৃষিসহ বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তা এবং এনজিওকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন।
বাধন রায়/ইবিটাইমস