নুতন কমিটি জানুয়ারির ১ তারিখ ২০২৪ থেকে বর্তমান সভাপতি মামুন হাসান ও সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন এর স্থলাভিষিক্ত হবেন
ভিয়েনা ডেস্কঃ শুক্রবার (১ ডিসেম্বর) ভিয়েনার ২০ নাম্বার ডিস্ট্রিক্টে অবস্থিত বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির কার্যালয়ে সমিতির তিন সন্মানিত নির্বাচন কমিশনার যথাক্রমে মনোয়ার পারভেজ, আলম মো.এপেলো এবং জাকারিয়া সাইমুন ২০২৪ সালের জন্য বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির জন্য ১১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটির নাম ঘোষণা করেন।
এখানে উল্লেখ্য যে,গত ২৬ নভেম্বর বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির কার্যনির্বাহী পরিষদ বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির নির্বাচন ২০২৪ এর তফসীল ঘোষণা করে। তফসীল ঘোষণার পর একটি প্যানেল (সালমান-কামাল পরিষদ) সমিতির কার্যনির্বাহী কমিটির ১১টি পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করে নির্ধারিত ফি প্রদানের মাধ্যমে।
তাদের বিপরীতে অপর কোনো প্যানেল বা ব্যাক্তি কোনো মনোনয়নপত্র সংগ্রহ করেননি। সালমান-কামাল পরিষদের দাখিলকৃত উক্ত মনোনয়নপত্র সমূহ বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির নির্বাচন তফসীল অনুযায়ী গত ২৮.১১.২০২৩ তারিখে নির্ধারিত সময়ে নির্বাচন কমিশনের নিকট জমা হয়।
জমাকৃত মনোনয়নপত্র সমূহের চূড়ান্ত বাছাই প্রক্রিয়া সম্পন্ন করার পর সালমান-কামাল পরিষদের ১১টি পদের সকলকেই যোগ্য হিসাবে বিবেচনা করা হয়।
যেহেতু সালমান-কামাল পরিষদের ১১টি পদ ব্যতীত অপর কোনো মনোনয়নপত্র জমা হয় নি, সেহেতু নিম্নলিখিত ১১ জন প্রার্থীকে তাদের নিজ নিজ পদে
বিজয়ী ঘোষণা করা হয়।
বিজয়ী সালমান-কামাল পরিষদ:
■ সভাপতি : সালমান কবির
■ সহ-সভাপতি: রবিন মো.আলী
■ সাধারণ সম্পাদক: কামাল হোসেন
■ সহ-সাধারন সম্পাদক: আক্তারুজ্জামান সিকদার
■ সাংগঠনিক সম্পাদক: সুলতান আহম্মদ
■ কোষাধ্যক্ষ: সম্রাট ইসলাম
■ সাংস্কৃতিক সম্পাদক: রিফাত মোস্তফা
■ ক্রীড়া সম্পাদক: মো.রুহুল আমীন ভূঁইয়া
■ সন্মানিত সদস্য: মো.মনির হোসেন
■ সন্মানিত সদস্য: আমিনুল ইসলাম
■ সন্মানিত সদস্য: আবুল কালাম মো.মাসূদুর রহমান
কবির আহমেদ/ইবিটাইমস