সেন্ট্রাল ভূমধ্যসাগরে পৃথক তিনটি অভিযানে দুর্দশাগ্রস্ত নৌকা থেকে ১৭৬ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে বেসরকারি অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থা এসওওস হিউম্যানিটির উদ্ধারকারী জাহাজ হিউম্যানিটি-১
ইউরোপ ডেস্কঃ শুক্রবার ( ১ ডিসেম্বর) ইউরোপের একাধিক ভাষায় প্রকাশিত অনলাইন পোর্টাল ইনফোমাইগ্র্যান্টস তাদের এক প্রতিবেদনে জানায় বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ভূমধ্যসাগরের আন্তর্জাতিক জলসীমায় এই উদ্ধার অভিযানগুলো পরিচালনা করে সংস্থাটি৷ এদিন সন্ধ্যায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ৷
বৃহস্পতিবার সেন্ট্রাল ইউরোপীয় সময় বিকাল ৪টা ২১ মিনিটে সেন্ট্রাল ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে আসা একটি ছোট কাঠের নৌকা দেখতে পায় উদ্ধারকারী জাহাজ হিউম্যানিটি-১ ৷ দুর্দশাগ্রস্ত ওই নৌকাটিতে ৪০ অভিবাসনপ্রত্যাশী ছিলেন৷ এটি ছিল, একই দিনে হিউম্যানিটি-১ এর তৃতীয় উদ্ধার অভিযান ৷
এসওএস হিউম্যানিটি জানিয়েছে, সমুদ্রে বিপদগ্রস্ত ওই নৌকাটিতে ছিল না কোনো লাইফজ্যাকেট৷ বুধবার রাতে নৌকাটি লিবিয়া থেকে ইউরোপের উদ্দেশে রওনা হয়৷ এক ঘণ্টা ৪০ মিনিটের চেষ্টায় সফল হয় উদ্ধার অভিযান ৷ সংস্থাটি জানিয়েছে, সব মিলিয়ে ১৭৬ জন অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে তারা ইতালির দক্ষিণাঞ্চলের কুর্তোন বন্দরের দিকে রওনা হয়েছে৷ এটির দূরত্ব তৃতীয় উদ্ধার অভিযানস্থল থেকে ৭৪০ কিলোমিটার ৷
অভিবাসনপ্রত্যাশীদের অনেকে হাইপোথার্মিয়ায় ভুগছিলেন ৷ অনেকের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে৷ তারাও যন্ত্রণা পাচ্ছেন ৷ তাছাড়াও অভিবাসন প্রত্যাশীদের কেউ কেউ ভীষণ দুর্বলতায় ভুগছেন জানিয়েছে এসওএস হিউম্যানিটি৷ এর আগে দিনের প্রথম উদ্ধার অভিযানটি শুরু হয় সকালের দিকে ৷ ভোর ৬টার দিকে জরুরি হটলাইন অ্যালার্মফোন থেকে আসা একটি কল পায় হিউম্যানিটি-১ এর ক্যাপ্টেন ৷ তাকে জানানো হয়, সাগরে একটি রাবারের ডিঙ্গি নৌকার সন্ধান পাওয়া গেছে ৷ সেখানে গাদাগাদি করে অভিবাসনপ্রত্যাশীরা জড়ো হয়ে আছেন ৷ তাদের কারো শরীরে কোনো লাইফজ্যাকেট দেখা যায়নি ৷ নৌকাটি বিপদসংকুল অবস্থায় রয়েছে ৷
এমন খবর পেয়ে ছুটে যায় উদ্ধারকারী জাহাজটি ৷ এক ঘণ্টা ২০ মিনিটের চেষ্টায় সফল হয় উদ্ধার অভিযান৷ ৯০ জন অভিবাসনপ্রত্যাশীকে নিরাপদে নিয়ে আসা হয় জাহাজে ৷ সেখানে নয় জন নারী ও ৩০ জন অভিভাবকবিহীন অপ্রাপ্তবয়স্ক ও একটি শিশু ছিল ৷ নারীদের মধ্যে একজন ছিলেন সন্তানসম্ভবা ৷
প্রথম উদ্ধার অভিযানের দুই ঘণ্টা না পেরোতেই দ্বিতীয় অভিযান শুরু করে হিউম্যানিটি-১ ৷ সি ওয়াচের এয়ারক্রাফট সি-বার্ড থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করে উদ্ধারকারী জাহাজটি ৷ সকাল সোয়া ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় তারা ৷ ওইসময় এক নাটকীয় ঘটনার মুখোমুখি হয় হিউম্যানিটি-১ এর নাবিকেরা৷ তারা দেখতে পান, অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে আসা নৌকাটিকে ‘পুশব্যাক’ এর নামে ফিরিয়ে নিয়ে যাচ্ছে লিবিয়ার উপকূলরক্ষীদের দুটো জাহাজ ৷
হিউম্যানিটি-১ এর দেখা পেয়ে ৪৬ জন অভিবাসন প্রত্যাশী নৌকা থেকে লাফিয়ে পড়েন ভূমধ্যসাগরে ৷ পরে তাদের সবাইকে উদ্ধার করেন হিউম্যানিটি-১ এর নাবিকেরা ৷ এদের মধ্যে ২০ জন ছিলেন অভিভাবকহীন অপ্রাপ্তবয়স্ক, আর শিশু ছিল একটি ৷
কবির আহমেদ/ইবিটাইমস