আন্তর্জাতিক ফুটবলে সর্বশেষ ২০২২ সালের সেপ্টেম্বরে সাফ ফুটবলের ফাইনালে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলো বাংলাদেশ
ইবিটাইমস ডেস্কঃ শুক্রবার (১ ডিসেম্বর) ঢাকার কমলাপুর স্টেডিয়ামে সিঙ্গাপুর নারী দলের বিপক্ষে প্রথম ম্যাচে ৩-০ গোলে জিতলো বাংলাদেশ নারী ফুটবল দল।
দেশের বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে,বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিনই ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে বড় জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। খেলার তৃতীয় মিনিটেই গোল করে দলকে এগিয়ে নেয় বাংলাদেশ মহিলা ফুটবল দলের খেলোয়াড় আফিদা।
এর ঠিক ১৩ মিনিট পরই অর্থাৎ ম্যাচের ১৬তম মিনিটে ডিফেন্সে কাটিয়ে মারিয়া বাংলাদেশের পক্ষে দ্বিতীয় গোল করেন। মারিয়া-তহুরার বোঝাপড়ায় কলসিন্দুরের ডুয়েল ম্যাজিক। তহুরার আলতো ছোঁয়ায় বল চলে যায় জালে। ২-০ লিড নিয়ে বাংলাদেশের মেয়েরা যায় বিরতিতে।
বিরতি থেকে এসেও বল পজিশনে এগিয়ে থাকে লাল সবুজের মেয়েরা। এই সময় খেলার ৬০ মিনিটে তহুরার গোলে বাংলাদেশ ৩-০ গোলে এগিয়ে যায়।
নারী ফুটবলের ফিফা র্যাঙ্কিয়ে বাংলাদেশের চেয়ে ১২ ধাপ এগিয়ে সিঙ্গাপুর। তবে মাঠের লড়াইয়ে দাপট দেখালো বেঙ্গল টাইগ্রেসরা। আগামী ৪ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি মাঠে গড়াবে একই মাঠে।
কবির আহমেদ/ইবিটাইমস