চতুর্থ বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় লালমোহনে এমপি শাওনকে নাগরিক সংবর্ধনা

ভোলা দক্ষিণ প্রতিনিধি: স্মার্ট বাংলাদেশ বিনির্মানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চতুর্থ বারের মত বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওনকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে।

বধুবার দুপুরে লালমোহন চৌরাস্তার মোড়ে লালমোহন ও তজুমদ্দনি উপজলোর সর্বস্তরের জনগনের পক্ষে এ সংবর্ধনা প্রদান করা হয়।

চর্তুথ বারের মতো দলীয় মনোনয়ন পেয়ে মঙ্গলবার রাতে ঢাকা থেকে লঞ্চযোগে লালমোহনের উদ্দেশ্যে রওয়ানা হন এমপি শাওন। বুধবার সকাল ৯টায় লালমোহনের বেড়ির মাথা লঞ্চঘাটে এসে পৌঁছান তিনি। এসময় এমপি শাওনকে উষ্ণ শুভচ্ছো ও সংর্বধনা জানাতে লালমোহন ও তজুমদ্দিনের হাজার হাজার লোকসহ উপজেলা আওয়ামী লীগ, মহিলালীগ, যুবলীগ, ছাত্রলীগ, যুব মহিলালীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিছিলে মিছিলে উপস্থিত হন। মিছিলে মূখরিত ছিল লালমোহন পৌর শহর থেকে লঞ্চঘাট এলাকা পর্যন্ত । লালমোহন বাজার থেকে লঞ্চঘাট পর্যন্ত আনন্দ উৎফুল্ল ও উৎসবে কানায় কানায় ছিল মানুষের ঢল।

পরে লালমোহন চৌরাস্তার মোড়ে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওনকে ফুল দিয়ে বরণ বরে নেন উপজলো ও পৌরসভা আওয়ামী লীগের নেতাকর্মীগণ।

লালমমোহন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মালেকের সভাপতিত্বে এসময় নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন এমপি শাওন।

বক্তব্যে এমপি শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চতুর্থবারের মত নৌকা নিয়ে আপনাদের মাঝে আমাকে পাঠিয়েছেন। আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে লালমোহন তজুমদ্দিনের জনগনের ভালোবাসায় এই আসনে নৌকার বিজয় নিশ্চিত করে আবারো শেখ হাসিনাকে উপহার দিব। জননেত্রী শেখ হাসিনার প্রতীক নৌকায় ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে আপনারা নির্বাচন করে আবারো সংসদে পাঠাবেন। আমি আবোরো সংসদ সদস্য নির্বাচন হলে লালমোহন তজুমদ্দিনকে স্মার্ট এলাকা এবং উন্নয়নের রোলমডেল হিসেবে গড়ে তুলবো। এখানকার সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক, ইভটিজিং সহ সকল ধরনের অপরাধ চিরতরে বন্ধ করা হবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন পৌরসভার মেয়র হাজী এমদাদুল ইসলাম তুহিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল প্রমূখ।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »