আজ সোমবার হিন্দু ধর্মাম্বালীদের দুর্গাপূজার মহা নববী। আগামীকাল বিজয়া দশমী
ভিয়েনা ডেস্কঃ রবিবার (২২ অক্টোবর) বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির সভাপতি মামুন হাসান ও সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির হিন্দু ধর্মাম্বালীদের দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন।
মহা অষ্টমীর সন্ধ্যায় ভিয়েনার ২০ নাম্বার ডিস্ট্রিক্টে স্থাপিত দুর্গাপূজার মণ্ডপে বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির নেতৃবৃন্দ পৌঁছালে বাঙ্গালী হিন্দু কালচারাল অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা প্রবীর কুমার সাহা তাদেরকে স্বাগত জানান। তারা সেখানে কিছু সময় কাটান এবং আনুষ্ঠানিকতার খোঁজ খবর নেন।
পরবর্তীতে বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির সভাপতি মামুন হাসান ও সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ভিয়েনার ১৬ নাম্বার ডিস্ট্রিক্টের বাংলা দোকান “রূপসী বাংলা” এর নিকটস্থ বাঙ্গালী হিন্দু সম্প্রদায়ের স্থাপিত দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেন। সংগঠনটির পক্ষ থেকে রঘুনাথ রায় ও প্রতাপ মণ্ডল সমিতির শীর্ষ নেতৃবৃন্দকে মণ্ডপে স্বাগত জানান। এই দুর্গাপূজার মণ্ডপের সার্বিক দায়িত্বে আছেন বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির সাবেক শীর্ষ নেতৃবৃন্দ রতন সাহা ও রুহিদাস
সাহা প্রমুখ।
বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির নেতৃবৃন্দ এখানেও কিছু সময় কাটান এবং খোঁজ খবর নেন। বাঙ্গালী হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ তারা দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও খোঁজ খবর নিতে আসায় সমিতির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কবির আহমেদ/ইবিটাইমস