ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালির ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বিশেষ প্রতিনিধি, ইতালি: দেশ ও প্রবাসে জনগণের কল্যাণে এই প্রতিপাদ্যকে সামনে রেখে। ইউরোপের বিভিন্ন দেশে কর্মরত সাংবাদিকদের আলোচনায় আসা উওর ইতালির একমাত্র আলোচিত সাংবাদিক সংগঠন ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

২০২২ সালের ১৬ ই অক্টোবর ইউরোপে প্রথম কোন সাংবাদিক সংগঠন ব্যালট পেপারে ভোটের মাধ্যমে সদস্যরা ভোট প্রদান করে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করেন। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনটির পক্ষ থেকে ভেনিস কমিউনিটি বিশিষ্টজন ও সামাজিক, আঞ্চলিক ও রাজনৈতিক নেতৃবৃন্দদের নিয়ে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন।

ভেনিসের মেসত্রে তে ভেনিস বাংলা স্কুল কক্ষে আয়োজিত আলোচনা সভায় ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালির সভাপতি এসকে এমডি জাকির হোসেন সুমন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ সোহেল এর সঞ্চালনায় প্রথমে পবিত্র কুরআন তেলওয়াত করেন গাজী আমিরুল ইসলাম। জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় ।

এর পর বক্তব্য রাখেন , প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি সোহেলা আক্তার বিপ্লবী , সহ সভাপতি সোহানুর রহমান উজ্জল , শাইখ আহমেদ , অর্থ সম্পাদক জুম্মন অনিক , মহিলা বিষয়ক সম্পাদক দিলরুবা জামান , খোকন মিয়া , এছাড়া ভেনিসে বসবাসরত বাংলাদেশী কমিউনিটি , রাজনৈতিক , সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্য বক্তব্য রাখেন , বৃহত্তর ঢাকা এসোসিয়েশন সভাপতি ও ভেনিস আওয়ামী লীগ সহ-সভাপতি নূর আলী পাঠান জিল্লু , সম্মিলিত নাগরিক কমিটির সভাপতি আবুল কাশেম শিকদার , বাংলাদেশ সমিতির ভেনিস এর সাধারণ সম্পাদক কাজী আব্দুল্লাহ আল বাকী রোনাক, আক্তার হোসেন মোল্লা, মো: রাশিদ মিয়া , জসিম উদ্দিন , আবদুল মান্নান খাঁন , হাওলাদার মোহাম্মদ বাচ্চু , কামাল লাকুরিয়া , মাসুদ ছৈয়াল , নাহিদ তাজুল , মো: ফারুক বেপারী, আকবর হোসেন, সামিম তালুকদার , মো: আলম মিয়া, মুরাদ হোসেন , মো: টিটু প্রমূখ।

আলোচনা শেষে কেক কেটে দিবসটি পালন করা হয়। ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আল মদিনা বাংলা মিষ্টি ঘরের পক্ষ থেকে নৈশভোজের আয়োজন করা হয়।

মোহাম্মদ উল্লাহ সোহেল/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »