ভিয়েনা ০৮:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শক্তিশালী পাসপোর্ট সূচকে প্রথম সিঙ্গাপুর,অস্ট্রিয়া চতুর্থ এবং বাংলাদেশ ৯৫ নম্বরে লালমোহনে দুই ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা দলীয় সব পদ থেকে টাঙ্গাইল জেলা যুবদলের সদস্যসচিবকে বহিস্কার অস্ট্রিয়ায় তুষারপাতে যানবাহন ও গণপরিবহণ চলাচলে ব্যাঘাত ভারতে বিশ্বকাপ খেলতে আইসিসির অনুরোধ প্রত্যাখান বিসিবির সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোক ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতার সঙ্গে ট্রাম্পের বৈঠক বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতের পদত্যাগের ঘোষণা দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা টাঙ্গাইল-৬ আসনে বিএনপি প্রার্থীর স্বাস্থ্যের খোঁজ নিতে গেলেন জামায়াত প্রার্থী

কানাডার কূটনীতিকদের অতি আগ্রহে বিরক্ত ভারত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৪৫:১৯ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩
  • ২৬ সময় দেখুন

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর অভিযোগ করেছেন, নয়া দিল্লির কাজে বারবার নাক গলাচ্ছেন কানাডার কূটনীতিকরা

আন্তর্জাতিক ডেস্কঃ রবিবার (২২ অক্টোবর) রাজধানী নয়া দিল্লিতে এই রকম মন্তব্য করেন তিনি। ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়ন চলছে বেশ কয়েক মাস যাবত।

পররাষ্ট্রমন্ত্রী জয়শংকর বলেন, ‘একবার নয়, একাধিকবার ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলিয়েছেন কানাডার কূটনীতিকরা। সেই ঘটনা নিয়ে ভারত যথেষ্ট উদ্বিগ্ন। তবে আমার মনে হয় এখনও এই প্রসঙ্গে খুব বেশি তথ্য প্রকাশ্যে আসেনি। কিছুটা সময় কাটলে নিশ্চই সমস্ত তথ্য প্রকাশিত হবে। তখন সবাই বুঝতে পারবেন কেন কানাডা নিয়ে আমাদের
এই সমস্যা হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘দুই দেশের সম্পর্ক এখন কঠিন পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে।’ গত শুক্রবার ভারত থেকে ৪১ জন কূটনীতিককে প্রত্যাহার করতে বাধ্য হয় কানাডা। এর আগে নয়াদিল্লি জানিয়ে দিয়েছিল, শুক্রবারের মধ্যে অন্তত ৪০ জন কুটনীতিককে সরিয়ে নিয়ে যেতে হবে।

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের সমস্যা কানাডার রাজনীতির একাংশের সঙ্গে। আমি চাই মানুষ বুঝুক পরিস্থিতির বিষয়ে। কয়েক সপ্তাহ আগে আমরা কানাডার ভিসা অনুমোদন করা বন্ধ করি। কারণ, কাজ করতে যাওয়ার জন্য আমাদের কূটনীতিকদের জন্য কানাডা নিরাপদ নয়।’

গত জুন মাসে কানাডায় খুন হন খালিস্তানপন্থী নেতা হরদীপ সিংহ নিজ্জার। সেপ্টেম্বরে পার্লামেন্টে দাঁড়িয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ করেন, খালিস্তানি নেতা খুনের নেপথ্যে ভারতের গোয়েন্দাদের হাত রয়েছে। এর পর থেকে ভারত-কানাডা টানাপোড়েন শুরু হয়। দুই দেশ থেকেই পাল্টাপাল্টি শীর্ষ কূটনীতিকদের বহিষ্কার করা হয়েছে।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

শক্তিশালী পাসপোর্ট সূচকে প্রথম সিঙ্গাপুর,অস্ট্রিয়া চতুর্থ এবং বাংলাদেশ ৯৫ নম্বরে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কানাডার কূটনীতিকদের অতি আগ্রহে বিরক্ত ভারত

আপডেটের সময় ০৭:৪৫:১৯ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর অভিযোগ করেছেন, নয়া দিল্লির কাজে বারবার নাক গলাচ্ছেন কানাডার কূটনীতিকরা

আন্তর্জাতিক ডেস্কঃ রবিবার (২২ অক্টোবর) রাজধানী নয়া দিল্লিতে এই রকম মন্তব্য করেন তিনি। ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়ন চলছে বেশ কয়েক মাস যাবত।

পররাষ্ট্রমন্ত্রী জয়শংকর বলেন, ‘একবার নয়, একাধিকবার ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলিয়েছেন কানাডার কূটনীতিকরা। সেই ঘটনা নিয়ে ভারত যথেষ্ট উদ্বিগ্ন। তবে আমার মনে হয় এখনও এই প্রসঙ্গে খুব বেশি তথ্য প্রকাশ্যে আসেনি। কিছুটা সময় কাটলে নিশ্চই সমস্ত তথ্য প্রকাশিত হবে। তখন সবাই বুঝতে পারবেন কেন কানাডা নিয়ে আমাদের
এই সমস্যা হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘দুই দেশের সম্পর্ক এখন কঠিন পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে।’ গত শুক্রবার ভারত থেকে ৪১ জন কূটনীতিককে প্রত্যাহার করতে বাধ্য হয় কানাডা। এর আগে নয়াদিল্লি জানিয়ে দিয়েছিল, শুক্রবারের মধ্যে অন্তত ৪০ জন কুটনীতিককে সরিয়ে নিয়ে যেতে হবে।

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের সমস্যা কানাডার রাজনীতির একাংশের সঙ্গে। আমি চাই মানুষ বুঝুক পরিস্থিতির বিষয়ে। কয়েক সপ্তাহ আগে আমরা কানাডার ভিসা অনুমোদন করা বন্ধ করি। কারণ, কাজ করতে যাওয়ার জন্য আমাদের কূটনীতিকদের জন্য কানাডা নিরাপদ নয়।’

গত জুন মাসে কানাডায় খুন হন খালিস্তানপন্থী নেতা হরদীপ সিংহ নিজ্জার। সেপ্টেম্বরে পার্লামেন্টে দাঁড়িয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ করেন, খালিস্তানি নেতা খুনের নেপথ্যে ভারতের গোয়েন্দাদের হাত রয়েছে। এর পর থেকে ভারত-কানাডা টানাপোড়েন শুরু হয়। দুই দেশ থেকেই পাল্টাপাল্টি শীর্ষ কূটনীতিকদের বহিষ্কার করা হয়েছে।

কবির আহমেদ/ইবিটাইমস