ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে।
সোমবার বেলা ১২টায় অনুষ্ঠিত এ উপলক্ষ্যে আলোচনা সভায় ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম প্রধান অতিথি ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও এলজি) লতিফা জান্নাতির সভাপতিত্বে এই সভায় পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাজিয়া আফরোজসহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুন শিবলি, সিভিল সার্জন ডাঃ এইচ এম জহিরুল ইসলাম, ও জেলার উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়াও একই সভায় কমব্যাটিং, আরলি ম্যারেজ ইন বাংলাদেশ প্রজেক্টের ঝালকাঠি জেলা বাল্যবিবাহ নিরোধ কমিটির সাথে সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম সভাপতিত্বে আলোচনা সভায় পূর্বের সভার সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
বাধন রায়/ইবিটাইমস