অনিয়মিত অভিবাসী নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করছে স্লোভাকিয়া

হাঙ্গেরি হয়ে আসা অভিবাসীদের ক্রমবর্ধমান প্রবাহ নিয়ন্ত্রণে নিজেদের সীমান্ত সুরক্ষিত করার উদ্যোগ নিয়েছে স্লোভাকিয়া

ইউরোপ ডেস্কঃ বুধবার (৬ সেপ্টেম্বর) স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী লুডোভিট এক ঘোষণায় জানান, হাঙ্গেরির সঙ্গে থাকা দেশটির সীমান্তে নজরদারি বাড়াতে সীমান্ত পুলিশের সঙ্গে পাঁচশ সেনা সদস্য মোতায়েন করা হচ্ছে ৷

সম্প্রতি স্লোভাকিয়ামুখী অভিবাসীদের সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে দেশটি৷ তারা বলছে, অভিবাসীদের বেশিরভাগ সিরিয়া থেকে আসছেন৷ তারা হাঙ্গেরি-সার্বিয়া সীমান্ত হয়ে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের পর উন্নত দেশ, বিশেষ করে জার্মানি পৌঁছানোর চেষ্টা করছেন ৷

চলতি মাসের ৩০ সেপ্টেম্বর স্লোভাকিয়ায় নির্বাচন৷ রাজনীতিবিদরা তাই ব্যস্ত সময় পার করছেন৷ এর মধ্যেই দেশটির দক্ষিণ সীমান্তবর্তী শহরগুলোতে অভিবাসীদের দেখা যাচ্ছে৷ ওই অঞ্চলের পার্ক, খেলার মাঠে অভিবাসীদের বিশ্রাম নিতে এবং ঘুমাতে দেখা গেছে ৷

ওডর বলেন, ‘‘হাঙ্গেরির সঙ্গে সীমান্ত সিল করে দেয়া অসম্ভব৷ তবে অভিবাসীদের নিবন্ধন এবং সীমান্ত শহরগুলোতে টহল দিতে পুলিশকে সহায়তা করতে পারবে সেনা সদস্যরা৷’’ একটি সরকারি বৈঠক শেষে দেশটির প্রধানমন্ত্রী আরো বলেন, ‘‘আমি নাগরিকদের আশ্বস্ত করে বলতে চাই, আমরা ট্রানজিট মাইগ্রেশন নিয়ে কথা বলছি ৷’’

মঙ্গলবার স্লোভাকিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে আটক অনিয়মিত অভিবাসীর সংখ্যা অন্তত নয় গুণ বেড়েছে৷ চলতি বছর এখন পর্যন্ত ২৭ হাজার অনিয়মিত অভিবাসীকে আটক করা হয়েছে বলেও জানিয়েছে মন্ত্রণালয় ৷

দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর ভেল্কি কৃটিসের একটি পরিত্যক্ত করাতকলকে অভিবাসীদের নিবন্ধনের জন্য ব্যবহার করা হচ্ছে৷ পরিত্যক্ত করাতকলকে অপেক্ষার স্থান হিসেবে নির্ধারণের পর সমালোচনার মুখে পড়েছে সরকার৷ এমনকি বুধবার সকালেও সেখানে ৭৫০ জন অভিবাসী অপেক্ষা করছিলেন।

ওইদিনই নিবন্ধনের জন্য অপেক্ষমাণ থাকা অভিবাসীদের বসার জায়গায় খাদ্য সরবরাহ এবং স্বাস্থ্যবিধি উন্নত করা হবে বলেও জানিয়েছে সরকার ৷ একইসঙ্গে নিবন্ধন প্রক্রিয়াকে গতিশীল করতে বাসে করে অনেক অভিবাসীকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানিয়েছেন কর্মকর্তারা ৷

কবির আহমেদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »