ভিয়েনার আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থায় রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামের পরিচয়পত্র পেশ

অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত একই সাথে দূতাবাস ও জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থায় আবাসিক প্রতিনিধি

ভিয়েনা ডেস্কঃ বুধবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশন ভিয়েনার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসের মাধ্যমে এতথ্য জানানো হয়েছে।

স্ট্যাটাসে আরও বলা হয়,অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আইএইএ সদর দফতরে আইএইএর মহাপরিচালক এইচ ই রাফায়েল মারিয়ানো গ্রোসির কাছে রাস্ট্রদূত আসাদ আলম সিয়াম তার পরিচয়পত্র পেশ করেছেন।

IAEA এর মহাপরিচালক (DG) পরমাণু বিজ্ঞান, প্রযুক্তি এবং প্রয়োগের উন্নয়নে বাংলাদেশের টেকসই অগ্রগতির ভূয়সী প্রশংসা করেছেন। মহাপরিচালক এই ক্ষেত্রে দেশের শক্তি ও সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখার জন্য IAEA-এর দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

কবির আহমেদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »