ভিয়েনা ০৯:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আগামীকাল ২৬ অক্টোবর অস্ট্রিয়ার জাতীয় দিবস শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের অভিযানে ভারতীয় বিভিন্ন প্রসাধনী পণ্য সহ দুইজন আটক রোববার থেকে অস্ট্রিয়াসহ ইউরোপের অনেক দেশে শীতলকালীন সময় পরিবর্তন ফিলিস্তিনের পশ্চিম তীরে ‘ইসরাইলি সার্বভৌমত্ব’ চাপিয়ে দেয়ার নিন্দা বাংলাদেশের যমুনা রেল সেতুর পিলারে ফাটল! ঝিনাইদহ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’র পূর্ণাঙ্গ কমিটি গঠন ভিয়েনায় বৈরী আবহাওয়ার সতর্কতা অনিয়মিত অভিবাসন রোধে মিশরের সাথে সহযোগিতা বৃদ্ধি করবে ইইউ তিউনিশিয়ার উপকূলে নৌকাডুবিতে শিশুসহ ৪০ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু চরফ্যাশনে যুবদল সম্পাদকের উদ্যোগে খাবার ও বস্ত্র বিতরণ

স্বৈরাচারী সরকারকে বিদায় দিতে হবে: ড. মঈন খান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৫৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩
  • ১১ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘এই র‌্যালি আয়োজনের লক্ষ্য একদফা আন্দোলন। একদফা আন্দোলনের মাধ্যমে বর্তমানে দেশে যে ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকার ১৮ কোটি মানুষের ওপর চেপে বসেছে তাকে বিদায় দিতে হবে। সেটাই সব দলের এক দফা আন্দোলন।’

শুক্রবার (১ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রাপূর্ব সমাবেশে এ কথা বলেন তিনি।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিতে বাদ জুমা থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেন। ঢাকা দুই মহানগরে বিভিন্ন ওয়ার্ড থেকে বড় আকৃতির জাতীয় পতাকা ও দলীয় পতাকার পাশাপাশি রঙ-বেরঙের ব্যানার-ফেস্টুন নিয়ে নয়াপল্টনে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নামে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে নয়াপল্টন। র‌্যালি শুরুর আগে কাকরাইলের নাইটিঙ্গেল রেস্তারাঁ মোড় থেকে শুরু করে নয়া পল্টনের দীর্ঘ সড়কে নেতা-কর্মীদের তিল পরিমান ঠাই ছিলো না। এই বর্ণাঢ্য র‌্যালিতে ছিল ঘোড়ার গাড়িও।

শোভাযাত্রাপূর্ব সমাবেশে ড. আব্দুল মঈন খান বলেন, ‘মনে রাখতে হবে বিএনপি কেনো সৃষ্টি করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনিই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন, এদেশের মানুষের হাতে ভোটের অধিকার। আজকে আওয়ামী লীগ সরকার এদেশে অলিখিত বাকশাল মানুষের ওপরে হামলা-মামলা-জেল-জুলুম-অত্যাচার-নির্যাতন-গুম-খুন দিয়ে তাদের ক্ষমতাকে তারা দীর্ঘ স্থায়ী করতে চায়। কিন্তু দেশের মানুষ তা হতে দেবে না। রাজপথে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এই অগণতান্ত্রিক সরকারকে বিদায় দিয়ে এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। এটাই আজকে দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের শপথ।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘আজকে কৃষক শ্রমিকদেরকে অসম্মান করা হয়। পথে পথে প্রবাসী শ্রমিকদের ওপর হয়রানি করা হয়। তাদের কাছে চাঁদাবাজি করা হয়। দ্রবমূল্যের ঊধ্বগতির ফলে কৃষক, শ্রমিক, মজুরদের পিষ্ট করে ফেলা হয়েছে। এই সরকারের দল হলো বাংলাদেশের কোটিপতিরা। আমরা এই সরকারের পরিবর্তন চাই। আমরা এদেশে কৃষক, শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী, সাধারণ মানুষ, বেকার যুবক তাদের সরকার প্রতিষ্ঠা করতে চাই। আর সেজন্য একদফা দাবি আদায় করতে হবে। এর কোনো বিকল্প নাই।’

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ছাড়াও সকালে নয়াপল্টন ও গুলশানের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন এবং জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

ঢাকা/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

আগামীকাল ২৬ অক্টোবর অস্ট্রিয়ার জাতীয় দিবস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

স্বৈরাচারী সরকারকে বিদায় দিতে হবে: ড. মঈন খান

আপডেটের সময় ০৭:৫৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩

ঢাকা প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘এই র‌্যালি আয়োজনের লক্ষ্য একদফা আন্দোলন। একদফা আন্দোলনের মাধ্যমে বর্তমানে দেশে যে ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকার ১৮ কোটি মানুষের ওপর চেপে বসেছে তাকে বিদায় দিতে হবে। সেটাই সব দলের এক দফা আন্দোলন।’

শুক্রবার (১ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রাপূর্ব সমাবেশে এ কথা বলেন তিনি।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিতে বাদ জুমা থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেন। ঢাকা দুই মহানগরে বিভিন্ন ওয়ার্ড থেকে বড় আকৃতির জাতীয় পতাকা ও দলীয় পতাকার পাশাপাশি রঙ-বেরঙের ব্যানার-ফেস্টুন নিয়ে নয়াপল্টনে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নামে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে নয়াপল্টন। র‌্যালি শুরুর আগে কাকরাইলের নাইটিঙ্গেল রেস্তারাঁ মোড় থেকে শুরু করে নয়া পল্টনের দীর্ঘ সড়কে নেতা-কর্মীদের তিল পরিমান ঠাই ছিলো না। এই বর্ণাঢ্য র‌্যালিতে ছিল ঘোড়ার গাড়িও।

শোভাযাত্রাপূর্ব সমাবেশে ড. আব্দুল মঈন খান বলেন, ‘মনে রাখতে হবে বিএনপি কেনো সৃষ্টি করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনিই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন, এদেশের মানুষের হাতে ভোটের অধিকার। আজকে আওয়ামী লীগ সরকার এদেশে অলিখিত বাকশাল মানুষের ওপরে হামলা-মামলা-জেল-জুলুম-অত্যাচার-নির্যাতন-গুম-খুন দিয়ে তাদের ক্ষমতাকে তারা দীর্ঘ স্থায়ী করতে চায়। কিন্তু দেশের মানুষ তা হতে দেবে না। রাজপথে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এই অগণতান্ত্রিক সরকারকে বিদায় দিয়ে এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। এটাই আজকে দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের শপথ।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘আজকে কৃষক শ্রমিকদেরকে অসম্মান করা হয়। পথে পথে প্রবাসী শ্রমিকদের ওপর হয়রানি করা হয়। তাদের কাছে চাঁদাবাজি করা হয়। দ্রবমূল্যের ঊধ্বগতির ফলে কৃষক, শ্রমিক, মজুরদের পিষ্ট করে ফেলা হয়েছে। এই সরকারের দল হলো বাংলাদেশের কোটিপতিরা। আমরা এই সরকারের পরিবর্তন চাই। আমরা এদেশে কৃষক, শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী, সাধারণ মানুষ, বেকার যুবক তাদের সরকার প্রতিষ্ঠা করতে চাই। আর সেজন্য একদফা দাবি আদায় করতে হবে। এর কোনো বিকল্প নাই।’

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ছাড়াও সকালে নয়াপল্টন ও গুলশানের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন এবং জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

ঢাকা/ইবিটাইমস/এনএল