ভিয়েনা ডেস্কঃ ভিয়েনা এবং লোয়ার অস্ট্রিয়া রাজ্যের নিউ দানিউব নদীতে বর্তমানে স্নান নিষেধাজ্ঞার সম্মুখীন।
বুধবার (৩০ আগষ্ট) ভিয়েনা রাজ্য প্রশাসনের উদ্ধৃতি দিয়ে অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানায়, নিউ দানিউব (Neue Donau) নদীতে নামা ও গোছল করার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ভিয়েনা রাজ্য প্রশাসনের ম্যাজিস্ট্রেট MA 45 (পানি বিভাগ) বুধবার বেলা ২ টার দিকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নদীতে নামা ও গোছলের উপর এ
নিষেধাজ্ঞা জারি করেন।
ম্যাজিস্ট্রেট ৪৫ এর পক্ষ থেকে বলা হয়েছে দেশের অনেক রাজ্যে অতি বৃষ্টিপাতের ফলে উদ্ভূত বন্যার পানি দানিউব (Donau) নদী দিয়ে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে। ইতোমধ্যেই ভিয়েনার দানিউব নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং পানির স্রোতের গতিও বেশ বেড়েছে।
কবির আহমেদ/ইবিটাইমস